‘কেষ্ট আমাদের সকলেরই ঘরের ছেলে’, কেষ্ট’র পাশেই দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় , ভোটপ্রচারে আবারও মুখ্যমন্ত্রীর মুখে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নাম। অনুব্রতর গ্রেফতারির পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, আবারও বুঝিয়ে দিলেন মমতা। বীরভূমের দুবরাজপুরে সোমবার সভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তবে শারীরিক কারণে যেতে পারেননি তিনি। ভার্চুয়ালি ভাষণ দেন সেই সভায়। সভাস্থলে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। তাঁর ফোনেই নিজের বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, “কেষ্ট আজকে জেলায় নেই। কিন্তু কেষ্ট আমাদের সকলেরই ঘরের ছেলে। এদের ইচ্ছে করে ফাঁসানো হয়েছে। বিজেপির মহারাষ্ট্র তো দেখলেন। কোটি কোটির কোরাপশন করে বিজেপিতে যাচ্ছে, ভাজপা ওয়াশিং মেশিনে সব সাদা হয়ে যাচ্ছে। আর বিরোধী দল করলেই ইডি, সিবিআইয়ের ভয় দেখানো হচ্ছে।”
বিজেপির সঙ্গে সিপিএম-কংগ্রেসের সম্পর্ক নিয়েও এদিন কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মমতার বক্তব্য, সিপিএম বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। দিল্লি থেকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেও বাংলায় অন্য সমীকরণ বলে দাবি মমতার। একই জিনিস কংগ্রেসেরও, সংযোজন তাঁর। মমতা বলেন, “কংগ্রেস দিল্লিতে বলছে এসো লড়াই করি। ওরা করছে ঠিকই। আমিও আছি। কিন্তু এখানে এসে বলছে মমতার বিরুদ্ধে লড়াই করি। দিল্লিতে এক লাড্ডু এখানে আরেক লাড্ডু তো হয় না।”
আরও পড়ুন – ‘৩০ সেকেন্ডে মানুষটা মরে যেতে পারত’, জনতার দরবারে বিচার চাইলেন মমতা,
শুধু অনুব্রত মণ্ডলের কথাই নয়, এদিন অনুব্রত-কন্যার কথাও উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। তাঁর কথায়, আটকে রাখা হয়েছে সুকন্যা মণ্ডলকে। মমতার কথায়, বাবা-মেয়েকে আটকে রাখা ভোটের অঙ্ককে মাথায় রেখেই। মমতা বলেন, “কেষ্টকে বলা হচ্ছে। ওর মেয়েকে আটকে রেখে দেওয়া হয়েছে। কিন্তু যদি সে অন্যায় করে থাকে, কোর্টে প্রমাণ করুক। তা পারছে না। শুধু আটকে রেখে দিয়েছে যাতে তৃণমূল না করতে পারে। পঞ্চায়েত না করতে পারে।”