আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দিতে বিডিও-র কাছে লিখিত আবেদন পঞ্চায়েত সদস্যার ছেলের। প্রকৃত গরিব মানুষ যাতে আবাস যোজনার সুবিধা পাই তাই স্বেচ্ছায় আবাসের তালিকা থেকে নিজের নাম কাটানোর আবেদন জানালেন গ্রাম পঞ্চায়েত সদস্যার উচ্চ শিক্ষিত ছেলে মুজাহিদ আলম। বর্তমানে আবাস প্লাসের তালিকা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ক্ষোভ বিক্ষোভের মাঝে এমনি ভিন্ন চিত্র দেখা গেল শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে।
পারিবারিক অবস্থা স্বচ্ছল হওয়ার কারনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ইটাহারের বিধায়ক মোশারফ হুসেনের নির্দেশে এদিন ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আবাসের তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য লিখিত ভাবে আবেদন জানাতে। দেখাযায় ইটাহার ব্লকের সুরুন এক নম্বর অঞ্চলের ডামডোলিয়া বুথের পঞ্চায়েত সদস্যা তথা পেশায় অঙ্গণওয়ারী কর্মী মাজেদা খাতুনের এমএ পাস ছেলের নাম আসে সংশোধিত নতুন আবাস প্লাসের তালিকায়। তবে এই তালিকা ২০১৭ সালের বন্যার পর তৈরি হয়। পরবর্তীতে ২০১৮ সালে এবং ২০২২ সালের সমীক্ষাতেও তার নাম থেকে যায়।
কিন্তু বর্তমানে সমগ্র রাজ্যের পাশাপাশি ইটাহার ব্লকেও অনেক অসহায় মানুষের নাম আবাস যোজনার তালিকায় আসে নি। কিন্তু অঙ্গণওয়ারী কর্মী তথা গ্রাম পঞ্চায়েত সদস্যা মাজেদা খাতুনের ছেলে মুজাহিদ আলমের নাম সেই তালিকায় থাকায় তিনি তার নাম বাদ দেওয়ার জন্য সুরুন এক নম্বর গ্রাম পঞ্চায়েত সহ ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কক্ষে গিয়ে অমিত বিশ্বাসের হাতে লিখিত আবেদন পত্র তুলে দেন। তার এই উদ্যোগকে সাদুবাদ জানিয়ে বিডিও সেই আবেদন গ্রহন করেন এবং ওই পঞ্চায়েত সদস্যার ছেলেকে ধন্যবাদ জানান। পাশাপাশি যাদের পাকা বাড়ি আছে তারা যাতে এই ভাবে স্বেচ্ছায় এগিয়ে আসেন তার আবেদন জানান সাধারণ মানুষদের উদ্দেশ্য।
আরও পড়ুন – কোন অস্থায়ী বনকর্মীকে স্থায়ী করা যাবে না, স্পষ্ট বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের
এদিন আবেদন পত্র জমা দিয়ে বাইরে এসে মুজাহিদ আলম জানান, আমার পারিবারিক অবস্থা স্বচ্ছল হওয়ায় আমি স্বেচ্ছায় আবাস যোজনার তালিকাতে থাকা আমার নাম কাটাতে আবেদন জানালাম পঞ্চায়েত ও বিডিও অফিসে। আমার মত অন্য যে সমস্ত স্বচ্ছল ব্যক্তির নাম এই তালিকায় আছে তারাও যাতে একটি গরীব মানুষের স্বার্থে এই পদক্ষেপ নেয় তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের বিধায়ক মোশারফ হুসেনের পরামর্শে আমার এই উদ্যোগ। কারন অনেক প্রকৃত গরীব মানুষ আবাস যোজনার ঘর পায় নি। এই ঘরটি তাদের খুব প্রয়োজন।