‘গোটা রাজ্যে কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেব?’ পঞ্চায়েত ভোট নিয়ে হাই কোর্টের ভর্ৎসনা রাজ্য এবং কমিশনকে। পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, তারই বিশেষ অংশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। রায়ে উল্লেখ করা হয়েছিল, নির্বাচন কমিশন যে কয়েকটি জেলাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে সেখানে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এই অংশ নিয়েই আপত্তি জানিয়েছে কমিশন ও রাজ্য। তাদের দাবি, নির্বাচন কমিশন এখনও পরিস্থিতির মূল্যায়ন করেনি। এ কথা শুনে বিরক্তি প্রকাশ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। কমিশনকে তাঁর পাল্টা প্রশ্ন, “তাহলে কি গোটা রাজ্যকে স্পর্শকাতর বলে ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব? সেটা ভাল হবে?”
যদি হাইকোর্টের রায় কমিশনের পছন্দ না হয়, তাহলে তারা উচ্চ আদালতে যেতে পারেন, সে কথাও উল্লেখ করেছেন প্রধান বিচারপতি। সময় চলে যাচ্ছে, নির্দেশ উপেক্ষা করলে আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। রায়ের ওই অংশ পুনর্বিবেচনা করা হবে কি না, সেই বিষয়ে শুনানি হবে বৃহস্পতিবার বেলা ১২ টায়। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে হবে সেই মামলার শুনানি।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিরোধীদের করা মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, কমিশন যে জেলাগুলিকে স্পর্শতাকর বলে চিহ্নিত করেছে, সেগুলিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। বাকি জেলার ক্ষেত্রে সিদ্ধান্ত কমিশনের ওপরেই ছেড়ে দিয়েছিল আদালত। তবে কমিশনের বক্তব্য ছিল, তারা স্পর্শতাকর হিসেবে কোনও জেলাকে চিহ্নিত করেনি এখনও।
আরও পড়ুন – মনোনয়ন শেষে কালীঘাটে জরুরি বৈঠকে বসবেন মমতা-অভিষেক,
মনোনয়ন পেশ ঘিরে গত কয়েকদিনে যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে, তার কথাও উল্লেখ করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “আমরা দেখেছি গতকালও কোথাও কোথাও অশান্তি হয়েছে। লাঠিচার্জ হয়েছে। এটা ঠিক না। কমিশনের ওপর মানুষ আস্থা হারাবে। আমরা নির্দেশটা ফেলে রাখার জন্য দিইনি। বাস্তবায়নের জন্য দিয়েছি।”