ওডিশায় দাউ দাউ করে জ্বলছে দূরপাল্লার ট্রেন! কালো ধোঁয়া বের হওয়ায় ছড়াল আতঙ্ক। আগুন আতঙ্ক তাড়া করল ট্রেন যাত্রীদের। মঙ্গলবার ওডিশার বেরহামপুর স্টেশনের কাছে ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসের একটি বগির নীচ থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। এর ফলে আতঙ্ক ছড়ায়। চেন থেকে থামানো হয় ট্রেনটি। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এদিকে, আগুন আতঙ্কের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেলের একটি দল। রেলের একজন কর্তা জানিয়েছেন, লাইনে পড়ে থাকা একটি বস্তা বগির চাকায় আটকে গিয়েছিল। আর তার জেরে ধোঁয়া বের হয়েছে। চাকা থেকে বস্তাটি সরিয়ে ফেলা হয়েছে বলে জানান তিনি। ট্রেনটি ১৫ থেকে ২০ মিনিট থেমেছিল। পুঙ্খানুপঙ্খ চেক করার পর ট্রেনটি গন্তব্যস্থলের দিকে রওনা দেয় বলে জানিয়েছেন রেলের ওই কর্তা।
রেলের একজন কর্তা জানিয়েছেন, লাইনে পড়ে থাকা একটি বস্তা বগির চাকায় আটকে গিয়েছিল। আর তার জেরে ধোঁয়া বের হয়েছে। চাকা থেকে বস্তাটি সরিয়ে ফেলা হয়েছে বলে জানান তিনি। ট্রেনটি ১৫ থেকে ২০ মিনিট থেমেছিল। পুঙ্খানুপঙ্খ চেক করার পর ট্রেনটি গন্তব্যস্থলের দিকে রওনা দেয় বলে জানিয়েছেন রেলের ওই কর্তা।
এক যাত্রী জানিয়েছেন, ট্রেনের একটি বগির নীচ থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন ট্রেনেরই কয়েকজন যাত্রী। এরপর আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ট্রেনে। যাত্রীদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি। এরপর চেন টেনে ট্রেনটি থামানোর চেষ্টা করা হয়। থেমে গেলে, ট্রেন থেকে নেমে আসেন সমস্ত যাত্রী।
আরও পড়ুন – দিল্লিতে জারি হাই অ্যালার্ট! সরানো হল ৪১ হাজার বাসিন্দাকে, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী…
গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীরবার ট্রেনে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ল। গত ৭ জুলাই তেলেঙ্গানার ইয়াদাদ্রি জেলা অতিক্রম করার সময় ফলকনামা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন লেগে গিয়েছিল। ঘটনাট আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। হাওড়া-সেকেন্দ্রবাদ ট্রেনটি বোমাইল্লি গ্রামের কাছে থামানো হয়। আগুন ছড়িয়ে পড়ার আগে যাত্রীরা অন্য বগিতে চলে গেলে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছিল।