Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
কার বিরুদ্ধে পঙ্কজ ত্রিপাঠী নিতে চলেছেন আইনি পদক্ষেপ?

কার বিরুদ্ধে পঙ্কজ ত্রিপাঠী নিতে চলেছেন আইনি পদক্ষেপ?

কার বিরুদ্ধে পঙ্কজ ত্রিপাঠী নিতে চলেছেন আইনি পদক্ষেপ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কার বিরুদ্ধে পঙ্কজ ত্রিপাঠী নিতে চলেছেন আইনি পদক্ষেপ? আজমগড়’ নির্মাতাদের উপর ক্ষুব্ধ হলেন পঙ্কজ ত্রিপাঠী। বিষয়টা এতটাই গুরুতর যে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন অভিনেতা, জাতীয় পুরস্কার বিজয়ী কমলেশ মিশ্রের প্রথম ফিচার ফিল্ম ‘আজমগড়’ আবারও উঠে এল খবরের শিরোনামে। তবে এবার কারনটা খানিকটা আলাদা। শোনা যাচ্ছে, এই ছবির নির্মাতাদের ওপর বেজায় চটেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। কিন্তু কেন? সূত্রের খবর অনুযায়ী, ‘আজমগড়’ (Azamghar) ছবিটির প্রচারের জন্য় অভিনেতার অমতেই তাঁর ছবি ও নাম ব্য়বহার করা হচ্ছে।

 

 

 

 

অভিনেতার দাবি, এই ছবিতে খুবই ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি, ফলে পোস্টারে তাঁকে যেভাবে দেখানো হয়েছে তা ভুল। যদিও, ‘মির্জাপুর’ অভিনেতা এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেননি।

 

 

 

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ওয়েব সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস সিজন ৩’তে দেখা মিলেছিল পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi)। এইমুহূর্তে ‘মেট্রো ইন ডিনো’, ‘ফুক্রে 3’, ‘ওএমজি 2’র মত একগুচ্ছ প্রোযেক্ট রয়েছে অভিনেতার হাতে।

 

 

 

এছাড়া, কিছুদিন আগেই খবরের শিরোনামে উঠে এসেছিলন এই অভিনেতা। বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর (Aniruddha Roychowdhury) পরিচালনায় এই প্রথম কাজ করলেন পঙ্কজ (Pankaj Tripathi)। আর এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধছেন জয়া আহসান (Jaya Ahashan)। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। সূত্রের খবর, এই ছবির নাম ‘কড়ক সিং’। এই ছবিতে জয়া ছাড়াও রয়েছেন সঞ্জনা সংঘী (Sanjana Sanghi)। সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)-এর শেষ ছবি ‘দিল বেচারা’ (Dil Bechara)-র নায়ক ছিলেন সঞ্জনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সঞ্জনাও শেয়ার করে নিয়েছিলেন কলকাতার বেশকিছু টুকরো ছবি। এই ছবির কিছু অংশের শ্যুটিং হয়েছে কলকাতায়।

 

 

আরও পড়ুন – ফেব্রুয়ারির শেষে কী বলছে কলকাতার আবহাওয়া?

 

আজমগড়’ (Azamghar) ছবিটিতে একজন মৌলবীর চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী(Pankaj Tripathi)। তবে চরিত্রটি নেতিবাচক। ছবিতে দেখা যাবে, যুব সম্প্রদায়কে সন্ত্রাসের পথ বেছে নিতে উদ্বুদ্ধ করছেন তিনি। এই ছবিটি ওটিটি রিলিজ (OTT Rlease) হবে। তবে ছবির হোডিং-পোস্টারে যেভাবে অভিনেতার ছবি ব্য়বহার হচ্ছে, তাতেই চটেছেন ‘শেরদিল’তারকা। বলিউড সূত্রে খবর, এই ছবির জন্য় মাত্র তিন দিন শুটিং করেছেন তিনি। অভিনেতার দাবি,এই সস্তা জনপ্রিয়তা চান না।। তিনি এও জানান, ছবির নির্মাতারা যদি তাঁর কথা না মানেন তবে, আইনি ব্য়বস্থা নিতেও তিনি পিছপা হবেন না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top