Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
রাজস্থানকেই এবার বিবাহ ডেস্টিনেশন করলেন রাঘব ও পারিণীতি চোপড়া।

কবে বিয়ের পিঁড়িতে বসছেন পরিণীতি? তারিখ থেকে বিবাহ স্থান, সবটাই প্রকাশ্যে

কবে বিয়ের পিঁড়িতে বসছেন পরিণীতি? তারিখ থেকে বিবাহ স্থান, সবটাই প্রকাশ্যে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কবে বিয়ের পিঁড়িতে বসছেন পরিণীতি? তারিখ থেকে বিবাহ স্থান, সবটাই প্রকাশ্যে , সম্প্রতি দেখা গিয়েছে রাজস্থানে বিয়ের ঝোঁক বেড়েছে বলিউড অভিনেত্রীদের মধ্যে। সেলিব্রিটি মানেই তাঁদের জীবন যাপন, তাঁদের অন্দরমহলের প্রতিটা আপডেট, সর্বদাই থাকে লাইম লাইটে। যে কোনও তথ্য তাঁরা যতই গোপন করার চেষ্টা করুক না কেন, কোনও না কোনওভাবে তা ফাঁস হয়ে যায় ভক্ত মহলে। সে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে হোক কিংবা রণবীর কাপুর আলিয়া ভাটের বিয়ে। তবে কেন তালিকা থেকে বাদ পড়বে রাঘব চাড্ডা ও পরিনীতি চোপড়ার বিয়ে? কয়েক মাস আগেই বাগদান সেরেছেন এই জুটি। এবার সাত পাকে বাঁধা পড়ার পালা।

 

 

 

 

 

 

 

তবে এবারে প্রকাশ্যে এল দিন থেকে বিবাহ স্থান, সবটাই। সম্প্রতি দেখা গিয়েছে রাজস্থানে বিয়ের ঝোঁক বেড়েছে বলিউড অভিনেত্রীদের মধ্যে। ক্যাটরিনা কইফ ভিকি কৌশল থেকে শুরু করে কিয়ারা আডবানী সিদ্ধার্থ মালহোত্রা, প্রত্যেকেই রাজস্থানের দুর্গ থেকে পাঁচতারা হোটেলকেই বেছে নিচ্ছেন তাঁদের বিবাহ আসনের জন্য। তাই সেই রাজস্থানকেই এবার বিবাহ ডেস্টিনেশন করলেন রাঘব ও পারিণীতি চোপড়া।

 

 

 

 

 

 

ইতিমধ্যেই একাধিক আয়োজন সেরে ফেলা হয়েছে, শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই তোড়জোড় শুরু করে দেবেন পরিনীতি চোপড়া। সূত্রের খবর, রাজস্থানে বিয়ের পর গুরুগ্রামে এক বিশেষ রিসেপশন পার্টির আয়োজন করবেন তাঁরা। উদয়পুরের এক পাঁচতারা হোটেলে বসবে এই জুটির বিবাহ আসর। ১৩ মে চুপিসারে বাগদান সেরেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপনেতা রাঘব চাড্ডা। ধুমধাম করে হয়েছিল অনুষ্ঠান।

 

 

 

 

আরও পড়ুন –  ‘গদর ২’-এর পর এবার ‘বডার ২’, বলিউডের অন্দরমহলে জল্পনা তুঙ্গে

 

 

 

 

 

বলিউড সূত্রে খবর, ২৫ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি। সম্প্রতি এমনই খবর ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। শোনা গিয়েছিল চলতি বছরই বিয়ে করবেন তাঁরা।

 

( সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top