তৃণমূল নিয়ে বড় প্রশ্ন করতেই উত্তরে কি বললেন পার্থ চট্টোপাধ্যায় ? যখনই তাঁকে আদালতে পেশ করা হয়, তখনই কিছু না কিছু এমন মন্তব্য করেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রীতিমতো শোরগোল পড়ে যায়। অন্যথা হল না বৃহস্পতিবারও। নিয়োগ দুর্নীতিতে হাজার হাজার চাকরি বিক্রির অভিযোগ তার বিরুদ্ধে। বৃহস্পতিবার সেই সূত্রেই ফের আদালতে পেশ করা হয় তাঁকে। আর আদালতে পেশের সময়ই বেহালাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন পার্থ চট্টোপাধ্যায়। তবে আর কোনও প্রশ্নের জবাব দেননি তিনি।
তিনি জেল বন্দি। তবু মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোরই বার্তা দিয়েছেন পার্থবাবু। যদিও অভিষেক সম্প্রতি শহিদ মিনারের সভা থেকে মনে করিয়ে দিয়েছেন, তৃণমূল দুর্নীতিকে সমর্থন করে না৷ তার প্রমাণ পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত৷
এদিন অবশ্য জেল হেফাজতের মেয়াদ শেষে বৃহস্পতিবার পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদদের আদালতে পেশ করা হয়। আদালতে ঢোকার আগে পার্থ বলেন, বেহালাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এর পর সাংবাদিকরা তাঁর কাছে তৃণমূলের জাতীয় দলের স্বীকৃতি বিলোপ নিয়ে প্রশ্ন করেন। জানতে চান ইডি চাপ দিচ্ছে বলে কুন্তল ঘোষ যে অভিযোগ করেছেন সে প্রসঙ্গেও। কিন্তু কোনও প্রশ্নেরই উত্তর দেননি তিনি। তবে, আদালত কক্ষ থেকে বেরোনোর সময় ফের তৃণমূলের জাতীয় দলের ক্ষমতা বিলোপ প্রসঙ্গে পার্থবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”ফের জাতীয় দলের মর্যাদা ফিরে পাবে দল।”
আরও পড়ুন – এ বার শিক্ষক-শিক্ষিকাদের জন্য বড় নির্দেশ দিল রাজ্য সরকার
অভিষেকের এই মন্তব্যে সরাসরি কোনও মন্তব্য না করলেও পার্থ এর আগের দিন আদালতে হাজিরা দিয়ে বেরনোর সময় দাবি করেন, ‘অভিষেকের মন্তব্যে নিয়ে কিছু বলব না৷ কিন্তু দলের কাছে প্রমাণ করব, আমি কোনও অন্যায় করিনি৷ আমি মন্ত্রী ছিলাম, নিয়োগ কর্তা না৷’ তবে বারবার দলনেত্রীর ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে পার্থর মুখে। পার্থ বলেছেন, ‘কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মমতার লড়াই চিরকাল ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হয়ে লড়াই করার সংগ্রামী নেত্রী। তিনি বাংলার ভাগ্য দেখবেন, উন্নয়ন দেখবেন। উনি বাংলার টাকা উদ্ধার করবেন। বিনা বিচারে জেল বন্দি হয়ে পরে আছি। সত্য একদিন বেরোবে। মমতার উপরে একশো শতাংশ ভরসা আছে৷’