বেহালার মানুষ আমাকে চোর বলতে পারেন না, চোর হলে ৫বার ভোটে জিততাম না’ বললেন অভিমানি পার্থ

বেহালার মানুষ আমাকে চোর বলতে পারেন না, চোর হলে ৫বার ভোটে জিততাম না’ বললেন অভিমানি পার্থ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বেহালার মানুষ আমাকে চোর বলতে পারেন না, চোর হলে ৫বার ভোটে জিততাম না’ বললেন অভিমানি পার্থ , বৃহস্পতিবার নিয়োগ মামলায় পার্থ-সহ সাত জনের শুনানি ছিল সিবিআই আদালতে। বাকি অভিযুক্তদের সঙ্গে একই গাড়িতে নয়, পার্থকে আদালত চত্বরে আনা হয় অন্য গাড়িতে। পুলিশের গাড়ি থেকে চেক চেক পাঞ্জাবি পরা পার্থ সোজা হেঁটে আদালতের ঢুকে যান। পিছনে তখন জনতার ‘চোর চোর’ স্লোগান।

 

 

 

 

সূত্রের খবর, এদিন কোর্ট রুমের ভিতর ঘনিষ্ঠ মহলে পার্থ বলেন, ” ভেবেছিলাম চুপ করে থাকবো, কিন্তু ওরা আমায় চুপ থাকতে দেবে না। এবার আমায় মুখ খুলতে হবে। যাঁরা আমার জীবন যাত্রা জানে, তাঁরা জানে আমি কতটা সাধারণ জীবন কাটাই। আমি অসৎ হলে একই জায়গায় থেকে ৫ বার জিততে পারতাম না। সৎ না হলে মানুষ কী আমাকে জেতাত? যে মানুষটা রাস্তায় বসে করোনা সামলেছে, সে কখনও চুরি করতে পারে না। সেটা যে জানে সে আমায় কিছুতেই খারাপ মানুষ ভাবতে পারেনা বা আমার সম্পর্কে খারাপ কথা লিখতে আপরে না। কিছু ভাবতে পারে না লিখতে পারে না…।”আত্মবিশ্বাসী পার্থের কথায়, ” বেহালার মানুষ আমায় চোর বলতে পারে না। যাঁরা বলছেন, তাঁরা প্রমান দিয়ে কথা বলুন।”

 

 

 

 

আরও পড়ুন –  মমতার দিনে পথে নামছে বিজেপি, তবে সুকান্ত, শুভেন্দুদের দাবি একেবারেই উল্টো

 

 

‘চোর’ মন্তব্যে অভিমানি পার্থ। আদালতে ঘনিষ্ঠ মহলে পার্থর অভিমান, ” চোর হলে এক জায়গায় ৫ বার জিততাম না। সৎ না হলে আমাকে মানুষ ৫ বার জেতাতেন না। যাঁরা আমাকে জানেন তাঁরা চোর বলবেন না। বেহালার মানুষ আমাকে চোর বলতে পারেন না।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top