‘চোর চোর’ স্লোগান, শুনে কী বললেন পার্থ? নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) গ্রেফতার পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) সামনে আজ ফের চোর চোর স্লোগান উঠল। আলিপুর আদালতের (Alipore Court) কোর্ট লকআপ থেকে কোর্ট রুম পর্যন্ত নিয়ে যাওয়ার সময় পার্থর গাড়ির কাছাকাছি চলে আসেন কয়েকজন ব্যক্তি। চিৎকার করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন তাঁরা। আর এইসব দেখে বেশ বিরক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এইভাবে চিল-চিৎকার করে স্লোগান দিতে দেখে গাড়ির মধ্যে পার্থ বললেন ‘সব নাটক’। এদিন যাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, স্লোগান তুলছিলেন, তাঁদের মূল বক্তব্য ছিল, যদি তিনি (পার্থ) ঠিক থাকতেন, তাহলে (জেলের) বাইরে থাকতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁকে থাকতে হচ্ছে ভিতরে। আর এই ইস্যুকে তুলেই ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
পার্থ চট্টোপাধ্য়ায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি বাড়ি থেকে দুই দফায় কোটি কোটি টাকার পাহাড় পাওয়া গিয়েছে। অর্পিতা ও পার্থর যৌথ মালিকানাধীন একাধিক সম্পত্তিরও হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। তদন্ত যত এগোচ্ছে, তত চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করেছে নিয়োগ দুর্নীতির মামলায়। এদিকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এখনও জামিন মেলেনি। এদিন আবারও আলিপুর আদালত পার্থ চট্টোপাধ্য়ায়কে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আগামী ২২ মে পর্যন্ত পার্থর জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন – ঘূর্ণিঝড় ‘মোচা’ কোন পথে এগোতে পারে? কবে, কোথায় আছড়ে পড়বে? কী বলছে…
উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি পরবর্তী সময়ে বার বার এমন স্লোগান উঠতে দেখা গিয়েছে। শুধু পার্থকেই নয়, অতীতে গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলকেও ‘চোর চোর’ স্লোগান শুনতে হয়েছে। বিরোধী দলগুলিকে এই ইস্যুটিকে হাতিয়ার করে সুর চড়াতেও শুরু করেছে। যদিও এদিন আলিপুর আদালত চত্বরে বিক্ষোভকারীদের দাবি, তারা সাধারণ মানুষ হিসেবে বিক্ষোভ দেখাচ্ছেন। সংবাদমাধ্যমের সামনেও পার্থর বিরুদ্ধে ও তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। আর এসব দেখে বেশ বিরক্ত নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।