জামিন চেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে পার্থ চট্টোপাধ্যায় বললেন ‘বুদ্ধদেববাবু সাফার করছেন, আমিও সাফার করছি’, এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার আদালতে জামিনের আবেদন করতে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chaterjee) আইনজীবীকে। আর এ ক্ষেত্রে বারবারই তাঁকে বলতে শোনা গিয়েছে অসুস্থতার কথাই। এদিন আদালতে তোলা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে (Partha Chaterjee)। সেখানেই পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee) নিজের অসুস্থতা সম্পর্কে বলতে গিয়ে তুলনা টানেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থার। পার্থ বলেন (Partha Chaterjee), ‘বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya) উডল্যান্ডসে ভর্তি। উনিও সাফার করছেন, আমিও সাফার করছি।’ একইসঙ্গে এদিন পার্থ দাবি করেন, তদন্তকারীরা তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ এখনও দেখাতে পারেনি। ২৫ বছরের বিধায়ক তিনি। ডেটা এন্ট্রি অপারেটরের দায় তাঁর উপর চাপানো হচ্ছে বলেও এদিন দাবি করেন পার্থ (Partha Chaterjee)।
একইসঙ্গে এদিন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee) বলেন, তিনি পাঁচটি দফতরে ছিলেন। বারবার তাঁর দফতর বদল হয়েছে। দুর্নীতিতে মন্ত্রী হিসাবে তাঁর কোনও ভূমিকা ছিল না বলেও এদিন আদালতে দাবি করেন পার্থ (Partha Chaterjee)। সব দায় ডেটা এন্ট্রি অপারেটরের ঘাড়েও ঠেলতে দেখা গিয়েছে এদিন। পার্থ (Partha Chaterjee) আদালতে বলেন, ‘ডেটা এন্ট্রি অপারেটরের দায় আমার নয়।’
আরও পড়ুন – অপেক্ষা করছি, নবান্নে কবে অধীর চৌধুরীকে ফিশ ফ্রাই খাওয়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন – ‘আমাকে দিয়ে মিথ্যা বলিয়েছে ইডি’, বন্ধ খাম নিয়ে আদালতে ঢুকলেন কুন্তল
এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার আদালতে জামিনের আবেদন করতে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chaterjee) আইনজীবীকে। আর এ ক্ষেত্রে বারবারই তাঁকে বলতে শোনা গিয়েছে অসুস্থতার কথাই। সোমবার আদালতে বিচারকের সামনেই পার্থকে(Partha Chaterjee) বুদ্ধবাবুর অসুস্থতার সঙ্গে নিজের অসুস্থতার তুলনা করতে শোনা যায়।
( সব খবর ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )