মমতা-অভিষেকের সভার আগে কড়া নিরাপত্তায় মোড়া শালবনী,

মমতা-অভিষেকের সভার আগে কড়া নিরাপত্তায় মোড়া শালবনী,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মমতা-অভিষেকের সভার আগে কড়া নিরাপত্তায় মোড়া শালবনী, ‘নব জোয়ার কর্মসূচি’-তে যোগ দিতে শনিবার শালবনীতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় উপস্থিত থাকতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে শুক্রবার শালবনীর পাঁচ নম্বর রাজ্য সড়কে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের কিছু গাড়িতে লাঠি, পাথর দিয়ে হামলা করা হয়। সাংসদের গাড়ি নিরাপদে পেরিয়ে গেলেও পেছনের তাঁর কনভয়ের পেছনের গাড়িগুলির উপর হামলা হয়। ঘটনায় আটক করা হয়েছে তিন জনকে।

 

 

 

 

 

 

এই ঘটনার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে সুরক্ষা নিয়ে সক্রিয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। খেমাশুলিতে থেকে আটক করা হয়েছে তিন কুড়মি নেতাকে। সভাস্থলে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। নিরাপত্তায় যাতে কোনও খামতি না থাকে সেই জন্য বাড়তি নজরদারি চালানো হচ্ছে।

 

 

 

 

প্রসঙ্গত, শুক্রবারের হামলার ঘটনা প্রসঙ্গে রাজ্য়ের মন্ত্রী বীরবাহা হাঁসদা জানান,তাঁর গাড়িতে বাঁশ দিয়ে মারা হয়। এরপর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছিল পাথরও। তাঁর গাড়ির চালকের বাম চোখে আঘাত লাগে।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার প্রেক্ষিতে ঝাড়গ্রামে পুলিশ সুপারের থেকে রিপোর্ট তলব করেছে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পান।

 

 

 

 

কোন রুটে তাঁর কনভয় যাচ্ছে তা আগে থেকেই জানানো থাকে। সেক্ষেত্রে ঝাড়গ্রাম পুলিশের কাছে কি কোনও আগাম খবর ছিল না কুড়মিদের বিক্ষোভ প্রসঙ্গে? উঠছে সেই প্রশ্নও। ঝাড়গ্রামে কুড়মিদের বিক্ষোভ হতে পারে এই আশঙ্কা থাকলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় উপযুক্ত ব্যবস্থা করা হল না? এই যাবতীয় প্রশ্নের মধ্যেই ঘটনা প্রসঙ্গে ঝাড়গ্রামের পুলিশ সুপারের থেকে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে।

 

 

 

 

এদিন খেমাশুলিতে প্রতিবাদ জানানোর জন্য উদ্যোগ নিচ্ছিল কুড়মি সমাজের একাংশ। জানা গিয়েছে, খড়গপুর থানার পুলিশ কমলেশ মাহাতো সহ তিন কুড়মি নেতাকে আটক করেছে। রাস্তার ধারে দাঁড়িয়ে কোনওভাবেই বিক্ষোভ দেখানো যাবে না, স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে। খেমাশুলিতে মোতায়ন বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

 

 

 

আরও পড়ুন –  বিরোধী মুখ্যমন্ত্রীদের ছাড়াই দিল্লিতে নীতি আয়োগের বৈঠক শুরু মোদীর,ভার্চুয়াল বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী,

 

 

 

 

পালটা কুড়মি নেতাদের একাংশের হুঁশিয়ারি, “গণতান্ত্রিক দেশে কণ্ঠরোধ করা যাবে না”। উল্লেখ্য, শালবনীতেই দলীয় অধিবেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এই বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে কুড়মি সমাজের নেতাদের নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। কাদের হাত রয়েছে এই গুন্ডামির নেপথ্যে, তা জানাতে হবে। যদি তাঁরা নিজেদের অবস্থান স্পষ্ট না করেন সেক্ষেত্রে ধরে নিতে হবে এই কাজ তাঁদের। কেন কুড়মিদের মুখে জয় শ্রী রাম স্লোগান!”

RECOMMENDED FOR YOU.....