হাওড়ায় তৃতীয় বন্দে ভারতের ট্রায়াল শেষ! এখন উদ্বোধনের অপেক্ষা, কবে থেকে মিলবে পটনা-কলকাতা পরিষেবা?

হাওড়ায় তৃতীয় বন্দে ভারতের ট্রায়াল শেষ! এখন উদ্বোধনের অপেক্ষা, কবে থেকে মিলবে পটনা-কলকাতা পরিষেবা?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হাওড়ায় তৃতীয় বন্দে ভারতের ট্রায়াল শেষ!এখন উদ্বোধনের অপেক্ষা,কবে থেকে মিলবে পটনা-কলকাতা পরিষেবা?ভারতীয় রেলকে গতি দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।বর্তমানে রাজ্য থেকে মোট 3টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা দেয়।যে 3টি হল হাওড়-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস,নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস।তবে শীঘ্রই শুরু হতে চলেছে হাওড়ার তৃতীয় এবং রাজ্যের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। যা পাটনা-হাওড়া রুটে চলবে।

 

 

 

 

 

 

এর মধ্যে পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের 3টি ট্রায়াল সফল হয়েছে।এই ট্রেনের তৃতীয় ও সর্ব শেষ ট্রায়াল 22 অগাস্ট 2023 তারিখে হয়েছে।এই নিয়ে 2টি ট্রায়ালে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে পটনা থেকে হাওড়া স্টেশন পর্য়ন্ত আনা হয়।আর একবার পটনা স্টেশন থেকে ঝাঝা স্টেশন পর্যন্ত চালানো হয়।

 

 

 

 

 

পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সময় সম্পর্কেও ধারণা করা যাচ্ছে।বস্তুত ট্রায়াল রানের সময় পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সকাল 7.55-এ শুরু করা হয়।এই ব্যবস্থায় 6 ঘণ্টা 30 মিনিট সময় নিয়েছিল।তবে পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের অফিসিয়াল সময় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।সরকার শীঘ্রই এই বিষয় ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।পটনা-হাওড়া রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া সম্ভবত 2650 টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।2650 টাকা এসি এক্সেকিউটিভ চেয়ার কারের টিকিটের ভাড়া হতে পারে। অপরদিকে,এসি চেয়ার কারের জন্য 1460 টাকা ভাড়া নেওয়া হবে।তবে খাবারের দাম নিয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। ভারতীয় রেল এই নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে।

 

 

 

 

পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পরিষেবা শুরু হলে উভয় শহরের লোকেদের ব্যাপক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও এই ট্রেনের শুরু হওয়ার তারিখ সম্পর্কে কিছু জানা যায়নি।তবে খুব তাড়াড়ি এই দিন সম্পর্কে ঘোষণা করা হবে।

 

 

 

 

আরও পড়ুন –   ‘আমি কি কংগ্রেসের বাইরে?, মহাজাতি সদনে দলের অনুষ্ঠানেই কৌস্তভকে ‘ঘাড় ধাক্কা’,

 

 

 

 

বর্তমানে থাকা তথ্য অনুযায়ী বলা যেতে পারে যে হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সর্বোচ্চ গতিবেগ 110 কিমি প্রতি ঘণ্টা ও সর্ব নিম্ন গতিবেগ 90 কিমি প্রতি ঘণ্টা।পটনা স্টেশন থেকে হাওড়া স্টেশন পর্যন্ত পৌঁছতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের 6 ঘণ্টা 30 মিনিট সময় নেয়।এই সময় পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন মোট 535 কিমি পথ অতিক্রম করবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top