অশ্লীল ‘মেসেজ’, করায় থানায় দায়ের পায়েলের ( Payal )

অশ্লীল ‘মেসেজ’, করায় থানায় দায়ের পায়েলের ( Payal )

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Payal
অশ্লীল ‘মেসেজ’, করায় থানায় দায়ের পায়েলের ( Payal )
ছবি সংগ্রহে সাইন টিভি

 

টলি-নায়িকা পায়েল ( Payal ) সরকার । বয়স যত বাড়ছে পাল্লা দিয়ে যেন ঝরে পড়ছে পায়েলের গ্ল্যামার । গ্ল্যামার বাড়তে বাড়তে তাতে পুরুষের চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম হয়েছে ।তন্বী, রূপসী নায়িকা এখন ও অবিবাহিতা । অনেকগুলো প্রেম হলেও তা ছাদনাতলা পর্যন্ত গড়ায়নি ।

 

এমনকি সম্প্রতি তাঁর নামে কোনও সম্পর্কের গুচ্ছনও শোনা যায়নি । এই  জনপ্রিয় অভিনেত্রী কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, ওই ব্যক্তি তাকে সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেয়ার কথা বলে ম্যাসেঞ্জারে অশ্লীল ‘মেসেজ’ পাঠিয়েছেন।   অভিনেত্রী পায়েল ( Payal ) সরকার বলেন, খ্যাতিমান একজন পরিচালকের একটি ফ্রেন্ড রিক্যুয়েস্ট গ্রহণ করেছিলেন তিনি।

 

আর ও পড়ুন      দায়িত্বশীল মা থেকে লাস্যময়ী নায়িকা ( heroine ) হয়ে ওঠার রহস্য

 

পরে ম্যাসেঞ্জারে যখন কথোপকথন করছিলেন, তখন ওই পরিচালক জানান যে, তিনি পায়েলকে পরবর্তী ছবির জন্য মনোনীত করেছেন। এর কিছুক্ষণ পরই একটি অশ্লীল ছবি পাঠান ওই পরিচালক।পায়েলের অভিযোগ, যে আইডি থেকে এ ‘মেসেজ’ পাঠানো হয়েছে, সেটি এক পরিচালকের নামে।

 

পরে ওই পরিচালকও পুলিশের কাছে একটি অভিযোগ করেন যে, তার নাম ব্যবহার করে ভুয়া আইডি খোলা হয়েছে।    অভিনেত্রী পায়েল ( Payal ) সরকার বাংলা ভাষায় জনপ্রিয় টিভি সিরিয়াল ‘টাপুর টুপুর’, ‘অন্দরমহল’, ‘বিনি বৌ’, ‘তুমি রবে নীরবে’-এ অভিনয় করে সবার দৃষ্টি কেড়েছেন।

 

উল্লেখ্য, সম্প্রতি তাঁর নামে কোনও সম্পর্কের গুচ্ছনও শোনা যায়নি । এই  জনপ্রিয় অভিনেত্রী কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, ওই ব্যক্তি তাকে সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেয়ার কথা বলে ম্যাসেঞ্জারে অশ্লীল ‘মেসেজ’ পাঠিয়েছেন।   অভিনেত্রী পায়েল ( Payal ) সরকার বলেন, খ্যাতিমান একজন পরিচালকের একটি ফ্রেন্ড রিক্যুয়েস্ট গ্রহণ করেছিলেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top