
ময়ূর উদ্ধার । নদীয়া জেলার বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ভারতে পাচার ( Peacock ) হওয়ার সময় দুটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করলো বিএসএফ। শুক্রবার বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে গতকাল সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্তের মাটিয়ারী বিওপিতে যখন বিএসএফের জওয়ানরা টহল দিচ্ছিলেন তখন বাংলাদেশ থেকে দুজন পাচারকারী দুটি ব্যাগে করে কিছু পাচারের উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে অপেক্ষা করছিল।
তখন টহলরত বিএসএফ জওয়ানরা তাঁদের চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তিরা ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। এরপর ফেলে যাওয়া ব্যাগ থেকে বিএসএফ উদ্ধার করে দুটি বিরল প্রজাতির ময়ূর ( Peacock ) । আজ ময়ূর দুটিকে রানাঘাট বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
আর ও পড়ুন পরীমণির বিরুদ্ধে ষড়যন্ত্র ( Conspiracy ) হয়েছে, মনে করছেন তসলিমা নাসরিন
উদ্ধার হওয়া ময়ুর ( Peacock ) দুটি বিরল্প্রজাতির বলে মনে করছেন বন দফতরের আধিকারীকরা। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ময়ুর দুটিকে সুস্থ করে কোন ও অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হতে পারে।
এদিকে নদীয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচারকারীদের ফের নতুন করে রমরমা শুরু হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে করোনা পরিস্থিতির কারণে পাচার কিছুইটা কম থাকলেও সম্প্রতি সেই পাচারেরর বাড়বাড়ন্ত ঘটেছে। এদিকে বি এস এফ সীমান্ত এলাকায় টহলদারি বাড়িয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, নদীয়া জেলার বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ভারতে পাচার ( Peacock ) হওয়ার সময় দুটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করলো বিএসএফ। শুক্রবার বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে গতকাল সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্তের মাটিয়ারী বিওপিতে যখন বিএসএফের জওয়ানরা টহল দিচ্ছিলেন তখন বাংলাদেশ থেকে দুজন পাচারকারী দুটি ব্যাগে করে কিছু পাচারের উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে অপেক্ষা করছিল। তখন টহলরত বিএসএফ জওয়ানরা তাঁদের চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তিরা ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। এরপর ফেলে যাওয়া ব্যাগ থেকে বিএসএফ উদ্ধার করে দুটি বিরল প্রজাতির ময়ূর ( Peacock ) । আজ ময়ূর দুটিকে রানাঘাট বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।