মায়াপুর ও বেতুযাডহরি অভয়ারণ্য দেখতে মানুষের ঢল ইংরাজী নববর্ষের দিন। ইংরেজী বছরের প্রথম দিন মায়াপুর ইসকন মন্দিরে বছরের প্রথম দিনে ভক্তবৃন্দের ঢল নেমেছিল ।সকাল থেকেই ভক্তদের আনাগোনা যত সময় গড়িয়েছে ভক্তদের ঢল বেড়েছে । মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রমেশ দাস বলেন গত বছর থেকে এই বছর ভক্তবৃন্দ এসেছিলেন বেশি ।
প্রায় লক্ষাধিক ভক্তবৃন্দ এই দিন ইসকনে আসেন সকালে মঙ্গল আরতি পূজা অর্চনা ও দুপুরে ভোগ প্রসাদ ও সন্ধ্যায় পূজা ও আরতি দেখার জন্য ভক্তবৃন্দের ভিড় ছিল পাশাপাশি যাতে কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে তার জন্য ব্যাবস্থা গ্রহণ করা হয়েছিল । দূরদূরান্ত থেকে বাস ,গাড়ি করেও ভক্তবৃন্দের আগমন ঘটেছিল।অন্যদিকে পর্যটকদের ঢল নেমেছিল বেথুয়াডহরী অভয়ারণ্যে। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন বেথুয়াডহরী অভয়ারণ্যে। অভয়ারণ্যে ঘুরে পশুপাখি দেখার পাশাপাশি পিকনিকেএ অংশগ্রহণ করে
অভয়ারণ্যের সামনে পিকনিক স্পটে।
আরও পড়ুন – পঞ্চায়েত ( Panchayats ), টিকিট মহার্ঘ, জ্বলছে আগুন, অভিষেক তৎপর, আইপাকের বড় দায়িত্ব
উল্লেখ্য, ইংরেজী বছরের প্রথম দিন মায়াপুর ইসকন মন্দিরে বছরের প্রথম দিনে ভক্তবৃন্দের ঢল নেমেছিল ।সকাল থেকেই ভক্তদের আনাগোনা যত সময় গড়িয়েছে ভক্তদের ঢল বেড়েছে ।মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রমেশ দাস বলেন গত বছর থেকে এই বছর ভক্তবৃন্দ এসেছিলেন বেশি । প্রায় লক্ষাধিক ভক্তবৃন্দ এই দিন ইসকনে আসেন সকালে মঙ্গল আরতি পূজা অর্চনা ও দুপুরে ভোগ প্রসাদ ও সন্ধ্যায় পূজা ও আরতি দেখার জন্য ভক্তবৃন্দের ভিড় ছিল পাশাপাশি যাতে কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে তার জন্য ব্যাবস্থা গ্রহণ করা হয়েছিল ।
দূরদূরান্ত থেকে বাস ,গাড়ি করেও ভক্তবৃন্দের আগমন ঘটেছিল।অন্যদিকে পর্যটকদের ঢল নেমেছিল বেথুয়াডহরী অভয়ারণ্যে। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন বেথুয়াডহরী অভয়ারণ্যে। অভয়ারণ্যে ঘুরে পশুপাখি দেখার পাশাপাশি পিকনিকেএ অংশগ্রহণ করে
অভয়ারণ্যের সামনে পিকনিক স্পটে। মায়াপুর ও বেতুযাডহরি