মাঝসমুদ্রে জাহাজে আগুন! দাউ দাউ করে জ্বলছে জাহাজ, সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছিল যাত্রীবাহী জাহাজ। সে সময় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল জাহাজে। খবর পেয়েই উপকূল রক্ষী বাহিনী দ্রুত পৌঁছে যায় জাহাজের কাছে। তাঁরা গিয়ে জাহাজে থাকা যাত্রী ও কেবিন ক্রুদের উদ্ধার করে নিয়ে আসে নিরাপদ স্থানে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে উপকূল বাহিনীর তৎপরতায় প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সে। এমনকি জাহাজের আগুনও নিয়ন্ত্রণে এসেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন সূত্রে জানা গিয়েছে। ১২০ জন যাত্রীকে নিয়ে ফিলিপিন্সের সিকুইজর থেকে বোহোল যাচ্ছিল জাহাজটি। বোহোরের কাছে আসার আগেই ওই জাহাজে আগুন ধরে। ফিলিপিন্সে কোস্টগার্ডের শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে, জাহাজের সামনের অংশে আগুন লেগেছে।
ফিলিপিন্সে প্রায়শই জাহাজ দুর্ঘটনার ঘটনা ঘটে। মার্চ মাসেই ২৫০ জন যাত্রী নিয়ে যাওয়া একটি জাহাজে আগুন লেগেছিল। সেই ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়। খারাপ আবহাওয়া, জাহাজের রক্ষণাবেক্ষণের অভাবে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন – পাকিস্তানে ফের কি নওয়াজ শরিফই প্রধানমন্ত্রী?
A ship from the Philippines caught fire today.
There were 120 people on board. There are no reports of anyone being injured. pic.twitter.com/hUrYmvYseF
— Thunder26 (@Thunder261) June 18, 2023
১২০ জন যাত্রীকে নিয়ে ফিলিপিন্সের সিকুইজর থেকে বোহোল যাচ্ছিল জাহাজটি। বোহোরের কাছে আসার আগেই ওই জাহাজে আগুন ধরে। ফিলিপিন্সে কোস্টগার্ডের শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে, জাহাজের সামনের অংশে আগুন লেগেছে। সেখান থেকে বেরচ্ছে কালো ধোঁয়া। যদিও কোস্টগার্ডের তৎপরতায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে।
(সব খবর , ঠিক খবর,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)