নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লী, ৭ অক্টোবর, ২০২০ঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে রাশিয়ার রাষ্ট্রপতি মিঃ ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন।প্রধানমন্ত্রী মিঃ পুতিনকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মোদী মিঃ পুতিনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেছেন এবং মিঃ পুতিন দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে লালিত করার ক্ষেত্রে যে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে থাকেন তার প্রশংসা করেছেন।
উভয় নেতা আগামীদিনে কোভিড-১৯ মহামারীর ফলে উদ্ভুত পরিস্থিতির মোকাবিলা সহ অন্যান্য বিষয়ে পরস্পরের মধ্যে যোগাযোগ রেখে চলবেন।
উভয় নেতা আগামীদিনে কোভিড-১৯ মহামারীর ফলে উদ্ভুত পরিস্থিতির মোকাবিলা সহ অন্যান্য বিষয়ে পরস্পরের মধ্যে যোগাযোগ রেখে চলবেন।প্রধানমন্ত্রী জানিয়েছেন জনস্বাস্থ্য সংক্রান্ত পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি রাষ্ট্রপতি পুতিনকে ভারতে স্বাগত জানাতে উৎসাহী।



















