দারুণ সুবিধা, আয়কর ভরতে চান? ফোনপে-এর নতুন ফিচারটি সম্পর্কে জেনে নিন

দারুণ সুবিধা, আয়কর ভরতে চান? ফোনপে-এর নতুন ফিচারটি সম্পর্কে জেনে নিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দারুণ সুবিধা,আয়কর ভরতে চান?ফোনপে-এর নতুন ফিচারটি সম্পর্কে জেনে নিন।ডিজিটাল পেমেন্ট অ্যাপ ও ফিন্টেক সংস্থা Phonepe নিয়ে এল দারুণ সুবিধা।যেখানে রিচার্জ থেকে বিল পেমেন্ট,UPI লেনদেন করেন সেখানেই এবার জমা দেওয়া যাবে আয়কর।ইউজারদের জন্য নতুন ফিচার এনেছে সংস্থাটি।বর্তমানে আয়কর রিটার্ন ফাইল করতে ব্যস্ত সবাই।শেষ তারিখ রয়েছে 31 জুলাই, 2023। এই ক্ষেত্রে নাগরিকদের সুবিধার্থে এই ফিচার চালু করেছে ফোনপে। অ্যাপে আলাদা করে যোগ করা হয়েছে ‘Income Tax Payment’ নামের একটি সেকশন। এখানে ক্লিক করে চাকুরিজীবি থেকে ব্যবসায়ী সকলেই আয়কর জমা দিতে পারবেন।এর ফলে ইউজারদের ট্যাক্স পোর্টালে গিয়ে আর লগইন করতে হবে না।

 

 

 

 

 

 

 

ফোনপে-তে আয়কর জমা দেওয়ার পদ্ধতি

প্রথমে অ্যাপে লগইন করতে হবে। তারপর হোমস্ক্রিনে ‘Income Tax Payment’ নামে একটি আইকন থাকবে সেখানে ক্লিক করতে হবে।

আপনি কোন বছরের কোন টাইপের আয়কর ভরছেন তা বেছে নিয়ে প্যান কার্ড নম্বর দিতে হবে।

এবার মোট আয়কর অঙ্ক দিতে হবে অ্যাপে। তারপর যে মোডে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করে টাকা পেমেন্ট করতে হবে।

পেমেন্ট সফল হওয়ার পর 2 কর্ম-দিবসের মধ্যে টাকা জমা হয়ে যাবে আয়কর দফতরের কাছে।

ফোনপে থেকে আয়কর জমা দেওয়ার 1 দিন পর একটি UTR নম্বর এবং 2 দিনের মধ্যে তৈরি ট্যাক্স পেমেন্ট চালান।

 

 

 

 

এই প্রসঙ্গে ফোনপে-এর বিল পেমেন্টস এবং রিচার্জ ব্যবসার প্রধান নীহারিকা সায়গাল বলেন,গ্রাহকদের বাড়তে থাকা চাহিদা মেটাতে ক্রমশ উন্নত করা হচ্ছে পরিষেবাগুলি।এই নতুন সুবিধা চালু করার ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত আমরা।আয়কর পূরণের জন্য ঝামেলা-মুক্ত এবং নিরাপদ উপায় অফার করছি আমরা।এই নতুন ফিচারের মাধ্যমে আয়কর জমা দেওয়ার প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলেছে ফোনপে।

 

 

 

 

 

সম্পূর্ণ প্রক্রিয়াটির জন্য ডিজিটাল বি2বি পেমেন্ট ও পরিষেবা প্রদানকারী সংস্থা PayMate-এর সঙ্গে গাঁটছড়া বেধেছে ফোনপে। জানা গিয়েছে,ইউজাররা ক্রেডিট কার্ড এবং UPI এর মাধ্যমে এই আয়কর ভরতে পারবেন।ক্রেডিট কার্ড বিকল্প থাকায় অনেকেরই সুবিধা হতে পারে।কারণ এই কার্ডের 45 দিন সুদ-মুক্ত পিরিয়ড দেওয়া হয়।

 

 

 

আরও পড়ুন –  ফের ইডির সমন এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, এই নিয়ে টানা ১৩…

 

 

 

 

খেয়াল রাখার বিষয়,এই অ্যাপ দিয়ে কেবল আয়কর-ই ভরতে পারবেন।রিটার্ন ফাইল করার জন্য পুনরায় ট্যাক্স পোর্টালে ভিজিট করতে হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top