চলে গেলেন  রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য (Pilu Bhattacharya)

চলে গেলেন  রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য (Pilu Bhattacharya)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Pilu Bhattacharya
চলে গেলেন  রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য (Pilu Bhattacharya)
ছবি সংগ্রহে সাইন টিভি

 

সঙ্গীত জগতে ফের নেমে এলো  শোকের ছায়া।  এবারে চলে গেলেন  রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য (Pilu Bhattacharya)। শিল্পীর পরিবার সুত্রে জানা যায়,  গতকাল রাতে আচমকা বুকে ব্যথা শুরু হয় পিলু ভট্টাচার্যের৷ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পিলু ভট্টাচার্য (Pilu Bhattacharya)।

 

পিলু  ভট্টাচার্যের (Pilu Bhattacharya) ছেলে  ঋতর্ষি ভট্টাচার্য্য জানান, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার বাবা শ্রী পিলু ভট্টাচার্য আজ আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর আত্মার শান্তি কামনা করুন।’

 

উল্লেখ্য,  জলছবি, কান্দিয়া আকুল, চল যাই-এর মতো একাধিক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন পিলু ভট্টাচার্য। ২০১৫ সালে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন পিলু ভট্টাচার্য। ২০১৯ সালে ভারতীয় দলের জন্য ‘ইন্ডিয়া জিতেগা’ গানটি গেয়েছিলেন পিলু ভট্টাচার্য।

 

পিলু ভট্টাচার্যের মৃত্যুতে শোকাহত শিল্পীমহল।  বিশিষ্ট সঙ্গীত শিল্পী রূপম ইসলামের কথায়, “বাবা খুব ভক্ত ছিলেন পিলুদার গানের। আমাকে বলতেন, দ্যাখ কী করে পিলু ‘এক দঙ্গল ছেলে’ গান গেয়ে হলভর্তি মানুষকে নাচিয়ে দিল! তুই পারবি? শিশিরমঞ্চ থেকে অনুষ্ঠান দেখে এসে আমার বাবা এ কথা বলেছিলেন।

 

আরও  পড়ুন    অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ‘বেল বটম’ সিনেমা নিষিদ্ধ হলো সৌদি আরব, কাতার ও কুয়েতে

 

আমার কালো জামার সম্ভার দেখে পিলুদার সেই অমর উক্তি ভোলার নয়, রূপমের আলমারি খুললেই লোডশেডিং হয়ে যায়’! পিলুদা নেই! লোডশেডিং হয়ে গেল, আলমারিতে নয়, মনে।”

 

আচমকা পিলু ভট্টাচার্যের প্রয়াণে সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। বিশিষ্ট সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন জোজো, রিঙ্গো, লোপামুদ্রা মিত্র সহ বিশিষ্টজনেরা। শিল্পীর মৃত্যুতে সঙ্গীত জগতের অনেকেই শোক প্রকাশ করেছেন।

RECOMMENDED FOR YOU.....