Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
গত এক সপ্তাহ ধরে চর্চায় বর্ধমানের স্কাই ব্লু রোড!

চর্চায় বর্ধমানের নীল রাস্তা, প্লাস্টিকের রাস্তা তৈরিতে খরচ কেমন?

চর্চায় বর্ধমানের নীল রাস্তা, প্লাস্টিকের রাস্তা তৈরিতে খরচ কেমন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

চর্চায় বর্ধমানের নীল রাস্তা,প্লাস্টিকের রাস্তা তৈরিতে খরচ কেমন? রাস্তা টেকসই হবে তো?গত এক সপ্তাহ ধরে চর্চায় বর্ধমানের স্কাই ব্লু রোড!আরবের মতো এ রাজ্যে এমন রাস্তা দেখে চমকে গিয়েছেন অনেকেই।প্রয়োজন পড়েনি কোনও বড় ইঞ্জিনিয়ারদের।গ্রাম পঞ্চায়েতের তরফেই তৈরি হয়েছে এই রাস্তা। পরামর্শ দিয়েছেন সরকারি ইঞ্জিনিয়াররাই।

 

 

 

 

 

 

 

 

আকাশ নীল রঙে রাস্তা দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই।রাস্তার সঙ্গে তুলছেন সেলফিও।সোশ্যাল মিডিয়াতেও চর্চায় এই রাস্তা। প্লাস্টিক উর্বরতা কমায় মাটির।এতে সমস্যা হবে না?পঞ্চায়েতের এক কর্তা বলছেন,’পরিবেশের ক্ষতিকারক প্লাস্টিক এ ভাবে রাস্তায় ব্যবহার করে পরিবেশ রক্ষাই তো করা হচ্ছে।প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টে এর থেকে ভালো আর কি হতে পারে?’ ইনস্টিটিউশনাল স্ট্রেন্থেনিং অফ গ্রাম পঞ্চায়েত বা ISGP সেলের ইঞ্জিনিয়াররা এই কাজে বিশেষ সাহায্য করেছেন।সেলের ইঞ্জিনিয়াররা জোর গলায় দাবি করছেন,’এই রাস্তা সাধারণ রাস্তার থেকে বেশি টেকসই হবে।’

 

 

 

 

 

কত খরচ হয়েছে এই রাস্তা তৈরিতে?ব্লক অফিস সূত্রে খবর,প্রায় ২৩ লাখ টাকা খরচ হয়েছে এই রাস্তা তৈরির কাজে।পিচের সঙ্গে প্লাস্টিক জাতীয় সামগ্রী মিশিয়ে রাস্তা নির্মাণের উদাহরণ রয়েছে রাজ্যে।তবে রায়নার এই রাস্তার নতুনত্ব হল এই রাস্তার উপর একটি নীল রঙের কোট দেওয়া হয়েছে।সঙ্গে পদ্ধতিগত কিছু আলাদা বিষয়ও রয়েছে।যা রাস্তাটিকে আরও টেকসই করে তুলবে।

 

 

 

 

জেলা প্রশাসনের এক কর্তা বলছেন,এটি এখন একেবারেই পাইলট প্রজেক্ট।সব ঠিকঠাক থাকলে আগামী দিনে রাজ্যের একাধিক জায়গায় এই রাস্তা করার দিকেই এগনো হবে।

 

 

 

 

বর্ধমান জেলা প্রশাসন সূত্রে খবর,রায়না-২ ব্লকের একলক্ষ্মী টোল প্লাজা থেকে রাউতারা সেতু পর্যন্ত এই রাস্তা তৈরি হয়েছে।উচালন গ্রাম পঞ্চায়েতের তৈরি এই রাস্তায় কাঁচামাল হিসেবে ব্যবহার হয়েছে বিটুমিন,পাথরের সঙ্গে ফেলে দেওয়া প্লাস্টিক।পঞ্চায়েতের এক কর্তা বলছেন,’গোটা মিশ্রণটি একটি নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়েছে।তার পর তাতে মেশানো হয়েছে নীল রং।ফলে রাস্তার রূপ খুলেছে অনেকটাই।’

 

আরও পড়ুন – শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার

 

 

আর গুণে?রায়না-২ ব্লকের বিডিও অনিশা যশ এই সময় ডিজিটালকে বলেন,’প্লাস্টিকের ব্যবহারে রাস্তা অনেকটাই টেকসই হবে। গরমে সূর্যের প্রবল তাপে যেখানে রাস্তা ফেটে যায় বা পিচ গলে যায়,সেখানে এই রাস্তার সেই ক্ষতিটা হবে না।বৃষ্টিতে জল দাঁড়াবে না বেশিক্ষণ সঙ্গে এই রাস্তা ওয়াটার রেসিসটেন্ট হওয়ায় জলে রাস্তার ক্ষতিও হবে না।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top