নিজস্ব সংবাদদাতা,নতুনদিল্লি, ৯ই অক্টোবর,২০২০: প্রয়াত কেন্দ্রীয় খাদ্যবণ্টন ও উপভোক্তা বিষয়কমন্ত্রী রামবিলাস পাসোয়ান। ছেলে চিরাগ পাসোয়ান টুইট করে বাবার মৃত্যুর খবর দিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪।
কয়েকদিন আগে দিল্লির হাসপাতালে তাঁর হার্টের অপারেশন হয়েছিল। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রামবিলাস পাশোয়ানের প্রয়াণে শোক ব্যক্ত করেছেন। ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ এই খবরটি জেনে আমি বাকরুদ্ধ হয়ে গেছি।আমাদের দেশে যে শূণ্যতার সৃষ্টি হল, তা কখনোই পূরণ হবার নয়। শ্রী রাম বিলাস পাশোয়ানের মৃত্যু আমার জন্য ব্যক্তিগত ক্ষতি। আমি একজন বন্ধু ও মূল্যবান সহকর্মীকে হারালাম, যিনি প্রত্যেক দরিদ্র মানুষ যাতে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারেন , সেই বিষয়ে অত্যন্ত সক্রিয় ছিলেন।
আরও পড়ুন…কানাডায় ইনভেস্ট ইন্ডিয়া সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ
কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মধ্য দিয়ে শ্রী রাম বিলাস পাশোয়ান রাজনীতিতে উঠে এসেছেন। জরুরী অবস্থার সময় আমাদের দেশের গণতন্ত্রের উপর যে আঘাত হানা হয়েছিল, যুব নেতা হিসেবে তিনি সেই স্বৈরশাসনকে প্রতিহত করেছিলেন। তিনি ছিলেন অসামান্য সাংসদ ও মন্ত্রী যিনি বিভিন্ন নীতি প্রণয়নের ক্ষেত্রে তাঁর চিরস্থায়ী অবদান রেখে গেছেন।