বিশ্বমঞ্চে বন্দিত নমো, কী কী সম্মান রয়েছে মোদীর ঝুলিতে?

বিশ্বমঞ্চে বন্দিত নমো, কী কী সম্মান রয়েছে মোদীর ঝুলিতে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিশ্বমঞ্চে বন্দিত নমো, কী কী সম্মান রয়েছে মোদীর ঝুলিতে? ফের একবার বিশ্ব মঞ্চে বন্দিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদী (Narendra Modi)। সোমবার বিশ্বের দুই দেশের তরফে সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হল মোদীকে। আজ পাপুয়া নিউ গিনিতে ফিজির সর্বোচ্চ সম্মান ‘কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব ফিজি’ পেলেন ভারতের প্রধানমন্ত্রী। ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা মোদীর গলায় মেডেল পরিয়ে এই সম্মান তুলে দেন। এর পাশাপাশি পাপুয়া নিউ গিনিও তাদের সর্বোচ্চ সম্মান ‘কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব লোগোহু’ তে ভূষিত করল মোদীকে। গোটা বিশ্বকে নেতৃত্বদানের জন্যই তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হল। তবে এই প্রথম নয়। এরা আগেও বিশ্বের নানা দেশের একাধিক সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতীতের সেই সম্মানে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

 

 

 

 

 

 

কোনও সংগঠন কর্তৃক প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া সম্মান:

1. ২০১৮ সালে সিওল পিস প্রাইজ দেওয়া হয় মোদীকে। সিওল পিস প্রাইজ কালচারাল ফাউন্ডেশন দু’ বছরে একবার এই সম্মান দিয়ে থাকে। মানবজাতির সম্প্রীতি, জাতির মধ্যে পুনর্মিলন এবং বিশ্ব শান্তিতে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

2. ২০১৮ সালে রাষ্ট্রপুঞ্জের পরিবেশগত সম্মান চ্য়াম্পিয়নস অব দ্য আর্থ সম্মান (Champions of The Earth Award) দেওয়া হয়।

3. ২০১৯ সালে মোদীর স্বচ্ছ ভারত অভিযান সম্মানিত হয়। স্বচ্ছ ভারত অভিযানের জন্যই মোদীকে বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশন গ্লোবাল গোলকিপার অ্য়াওয়ার্ড (Global Goalkeeper’ Award) দেওয়া হয়।

4.২০২১ সালে কেমব্রিজ এনার্জি রিসার্চ অ্যাসোসিয়েটস সিইআরএ কর্তৃক গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড (Global Energy and Environment Leadership Award) দেওয়া হয় মোদীকে।

 

 

আরও পড়ুন – রাজনীতি ছেড়ে দিলে কী করবেন মদন মিত্র? ৫০ হাজার টাকা কিভাবে রোজগারের…

 

 

 

অতীতে বিভিন্ন দেশের তরফে মোদীকে দেওয়া সম্মান:

1.২০১৬ সালে কোনও অ-মুসলিম নেতাকে দেওয়া সৌদি আরবের সর্বোচ্চ সম্মান অর্ডার অব আব্দুলাজ়িজ (Order of Abdulaziz Al Saud)

 

2. ২০১৬ সালে আফগানিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান স্টেট অর্ডার অব গাজ়ি আমির আমানুল্লাহ খান (State Order of Ghazi Amir Amanullah Khan) পান নরেন্দ্র মোদী

3. ২০১৮ সালে কোনও বিদেশি গণ্যমান্য ব্যক্তিদের জন্য প্যালেস্টাইনের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড কলার অব দ্য স্টেট অব প্যালেস্টাইন সম্মান (Grand Collar of the State of Palestine Award) পান তিনি।

4. ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অব জ়ায়েদ সম্মান (Order of Zayed Award )

5. ২০১৯ সালে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু সম্মান (Order of St. Andrew award)

6. ২০১৯ সালে বিদেশি গণ্যমান্য় ব্যক্তিদের উদ্দেশে মলদ্বীপের সর্বোচ্চ সম্মান অর্ডার অব ডিস্টুঙ্গুইশড রুল অব নিশান ইজ্জুদ্দিন (Order of the Distinguished Rule of Nishan Izzuddin)

7. আর ২০২১ সালের ডিসেম্বরে ভুটান সরকার মোদীকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অব ড্রুক গ্যালপো (Order of the Druk Gyalpo) সম্মানে ভূষিত করে

8. ২০২০ সালে মার্কিন সরকার মোদীকে লেজিওন অব মেরিট (Legion of Merit) সম্মানে ভূষিত করে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পুরস্কার। অসামান্য পরিষেবা এবং কৃতিত্বের জন্য ব্যতিক্রমী মেধাবি আচরণের জন্য এই সম্মান দেওয়া হয়।

9. ২০১৯ সালে বহরেইন কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁ (King Hamad Order of the Renaissance) সম্মানে মোদীকে ভূষিত করে। প্রথম সারির উপসাগরীয় দেশ কর্তৃক প্রদত্ত শীর্ষ সম্মান এটি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top