এশিয়ান গেমসে ভারতের সাফল্যে উচ্ছ্বসিত মোদী

IOC-এর ১৪১তম  অধিবেশন দ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

চলতি বছর এশিয়া গেমসে একের পর এক সাফল্য আসছে ভারতের কাছে। বুধবারও, তীরন্দাজ জ্যোতি ভেন্নাম এবং ওজস দেওতালে সোনা জিতেছে। ফলে, চলতি গেমসে ভারতের পদক সংখ্যা পৌঁছেছে ৭৪-এ। যার মধ্যে ৭০ টি সোনার পদক রয়েছে ভারতের নামে। এছাড়াও বক্সার লভলিনা বরগোহাইন রুপোর পদক পেয়েছেন। বক্সিং এবং স্কোয়াশ থেকে এসেছে আরও দুটি ব্রোঞ্জ পদক। এশিয়ান গেমসের ইতিহাসে এটাই এখনও পর্যন্ত ভারতের সেরা ফলাফল। এর আগে, ২০১৮ সালে জাকার্তা গেমসে ভারতীয় দল ৭০টি পদক জিতেছিল। আর এবার ভারতীয় ক্রিয়াবিদদের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, এশিয়ান গেমসে ভারতের এই ঔজ্জ্বল্য আগে দেখা যায়নি। ক্রীড়াবিদদের এই কৃতিত্বকে তিনি সমগ্র দেশের জন্য গর্বের মুহূর্ত বলে বর্ণনা করেছেন।

আরও পড়ুনঃ হৃত্বিক-দীপিকা ইতালিতে? কেন?

সোশ্য়াল মিডিয়া এক্স হ্যান্ডেরলে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “এশিয়ান গেমসে ভারতের সর্বকালের মধ্যে সবথেকে উজ্জ্বল পারফরম্যান্স। ৭১টি পদক জিতে, আমরা আমাদের সর্বকালের সর্বোচ্চ পদক সংখ্যায় পৌঁছেছি। এটা আমাদের ক্রীড়াবিদদের অতুলনীয় ত্যাগ, দৃঢ়তা এবং ক্রীড়া চেতনার পরিচয়। প্রতিটি পদকই কঠোর পরিশ্রম এবং আবেগের কাহিনি। সমগ্র দেশের জন্য এটা একটা গর্বের মুহূর্ত। আমাদের ক্রীড়াবিদদের অভিনন্দন জানাই।”

 

এখন পর্যন্ত, হানঝাউ এশিয়ান গেমসে ভারত ১৬টি সোনা, ২৭টি রুপো এবং ৩১টি ব্রোঞ্জ পদক জিতেছে। তবে এখানেই শেষ নয়, ভারতের পদক সংখ্যা আরও বাড়ার আরও সুযোগ রয়েছে। এশিয়ান গেমস শেষ হতে এখনও চার দিন বাকি। ভারতীয় দলেরও বেশ কিছু ইভেন্ট বাকি আছে। যথারীতি, এশিয়ান গেমসের পদক তালিকায় আধিপত্য রয়েছে চিনের। ১৬৪টি সোনা, ৯০টি রুপো এবং ৪৬টি ব্রোঞ্জ পদক জিতে তালিকার প্রথম স্থানে আছে তারা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জাপান ও দক্ষিণ কোরিয়া। এর আগে, জাকার্তা এশিয়ান গেমসে ভারত ১৬টি সোনা, ২৩টি রুপো এবং ৩১টি ব্রোঞ্জ-সহ মোট ৭০টি পদক নিয়ে ফিরেছিল। এবার, শেষ পর্যন্ত পদক সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জাপান ও দক্ষিণ কোরিয়া। এর আগে, জাকার্তা এশিয়ান গেমসে ভারত ১৬টি সোনা, ২৩টি রুপো এবং ৩১টি ব্রোঞ্জ-সহ মোট ৭০টি পদক নিয়ে ফিরেছিল। এবার, শেষ পর্যন্ত পদক সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখার।

en.wikipedia.org