পাকিস্তানের বিরুদ্ধে যোগ্য জবাব দিতে প্রস্তুত মোদী সরকার, বলছে মার্কিন গোয়েন্দা রিপোর্ট

পাকিস্তানের বিরুদ্ধে যোগ্য জবাব দিতে প্রস্তুত মোদী সরকার, বলছে মার্কিন গোয়েন্দা রিপোর্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পাকিস্তানের বিরুদ্ধে যোগ্য জবাব দিতে প্রস্তুত মোদী সরকার, বলছে মার্কিন গোয়েন্দা রিপোর্ট , পাকিস্তান (Pakistan) ও চিন সীমান্তে উত্তেজনা বাড়তে পারে বলে মনে করছে মার্কিন গোয়েন্দা মহল (US Intelligence)। বুধবার মার্কিন আইন প্রণেতাদের এমনটাই জানিয়েছে তারা। মার্কিন গোয়েন্দা সংস্থার একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের তরফে কোনওরকম উস্কানি এলে চুপ করে বসে থাকার পাত্র নয় ভারতও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নেতৃত্বে পাকিস্তানকে (Pakistan) যোগ্য সামরিক জবাব দেওয়ার জন্য তৈরি ভারতীয় সেনাবাহিনী। মার্কিন গোয়েন্দা মহলের এই মূল্যায়নে কূটনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছে। এই রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের মাটিতে ভারত বিরোধী সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের উসকানিকে সামরিক শক্তি দিয়ে জবাব দেওয়ার প্রবণতা অতীতের তুলনায় মোদী জমানায় বেশি দেখা গিয়েছে।

 

 

 

 

প্রসঙ্গত, সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জ়ারিদারি বলেছেন, কাশ্মীরি মহিলাদের উপর অত্যাচার করছে ভারত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে তাঁর এহেন মন্তব্যের কড়া জবাবও দিয়েছেন ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ। জ়ারিদারির এই মন্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন রুচিরা কম্বোজ। উত্তপ্ত বাক্য বিনিময়ের আবহেই ভারত-পাকিস্তান নিয়ে মার্কিন গোয়েন্দা মহলের এই রিপোর্ট প্রকাশ্যে এল।

 

 

আরও পড়ুন –  ডিএ-ধর্মঘটে কঠোর রাজ্য ,বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল নবান্ন

 

 

মার্কিন গোয়েন্দা মহলের রিপোর্টে আরও বলা হয়েছে, কাশ্মীর ইস্যু এবং সীমন্তে পাকিস্তানের সন্ত্রাসবাদকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক প্রায়ই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। আর এই দুই দেশের মধ্যে উদ্ভূত উত্তেজনা বিশেষ উদ্বেগের বিষয়। দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকলে তা অশান্তির পরিস্থিতি তৈরি করে।পাকিস্তান (Pakistan) ও চিন সীমান্তে উত্তেজনা বাড়তে পারে বলে মনে করছে মার্কিন গোয়েন্দা মহল (US Intelligence)। বুধবার মার্কিন আইন প্রণেতাদের এমনটাই জানিয়েছে তারা।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top