মোদীর হাত ধরে কেরল পেল প্রথম বন্দে ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) কেরল (Kerala) সফর ঘিরে অনেকদিন ধরেই বাড়ছিল উত্তেজনা। কারণ তাঁর হাত ধরেই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেতে চলেছে রাজ্য। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবারই কোচিতে পা রাখেন মোদী। মঙ্গলবার সকালে তিরুবনন্তপুরমে আসেন প্রধানমন্ত্রী। সেখানে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব ও কংগ্রেসের লোকসভা সাংসদ শশী থারুর। বিমান বন্দর থেকে সোজা তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে যান মোদী। সেখানেই সবুজ পতাকা দেখিয়ে বন্দে ভারতের যাত্রার সূচনা করেন।
এই বন্দে ভারত এক্সপ্রেসে মোট ১৬ টি কোচ রয়েছে। যার মধ্যে ২ টি এক্সিকিউটিভ কোচ। মোট আসন সংখ্যা ১০৪। এদিকে রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব জানিয়েছেন, বন্দে ভারতের গতিবেগ ভবিষ্যতে প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার হবে। তবে তার আগে রেলট্র্যাকে কিছু কাজ করতে হবে। বন্দে ভারতের সর্বোচ্চ গতিবেগ হল প্রতি ঘণ্টায় ১৮০ কিমি। তিনি বলেছেন, “তিরুবনন্তপুরম-কাসারগড় রুটটি ৩৬-৪৮ মাস পর ৫.৫ ঘণ্টায় অতিক্রম করা যেতে পারে।”
এদিকে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোনের পাশাপাশি রাজ্যে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পালায়মে সেন্ট্রাল স্টেডিয়ামে একটি জনসভায় বক্তব্যও রাখেন তিনি। এই অনুষ্ঠান থেকে ২,০৩৩ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। এই জনসভা থেকেই রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব বলেন, “কেরলের রেলওয়ে উন্নয়নের জন্য ২,০৩৩ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। ২০০৯-১৪ সালে এই বরাদ্দ ছিল ৩৭০ কোটি টাকা।” এ দিন কোচি ওয়াটার মেট্রো সহ জেলা স্তরে একাধিক প্রকল্প উন্মোচন করেন প্রধানমন্ত্রী। রাজধানীতে দেশের প্রথম ডিজিটাল সায়েন্স পার্কের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। কেরল ইউনিভার্সিটি অব ডিজিটাল সায়েন্সেস ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সংলগ্ন ১৪ একর জমির উপর ডিজিটাল সায়েন্স পার্কটি স্থাপন করা হবে। সরকার এই প্রকল্পের জন্য ১,৫০০ কোটি টাকা মঞ্জুর করেছে। আর এই পার্কের কাজ দুই বছরের মধ্যে শেষ হবে
আরও পড়ুন – জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন, উত্তরে কি বললেন মমতা?
সকাল ১১ টা ১০ মিনিটে কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন করেই ট্রেনে উঠে পড়েন। বন্দে ভারত এক্সপ্রেসের C1 কোচের মধ্যে স্কুল পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় জড়ান। সেখানে উপস্থিত ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল এবং কংগ্রেস সাংসদ শশী থারুরও। প্রধানমন্ত্রীকে নিজেদের হাতে আঁকা মোদীর ও বন্দে ভারতের স্কেচ ও ছবি দেখান পড়ুয়ারা। এদিকে মোদীর হাতে বন্দে ভারতের উদ্বোধন দেখতে শয়ে শয়ে মানুষ উলটো দিকের প্ল্যাটফর্মে জড়ো হয়েছিলেন। রাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেয়ে উচ্ছ্বসিত কেরলের যুব সম্প্রদায়ও।