বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্ধারিত সূচি মেনে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) যাত্রার সূচনা হল। উত্তরপ্রদেশের গোরখপুর (Gorakhpur) থেকেই গোরখপুর-লখনউ বন্দে ভারত এক্সপ্রেস এবং যোধপুর-সবরমতী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। একইসঙ্গে এদিন গোরখপুরে গীতা প্রেসের শতবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এদিন গীতা প্রেস (Gita Press) কে ‘মন্দিরের সমতুল্য’ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী।
প্রসঙ্গত, সম্প্রতি গীতা প্রেসকে গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত করেছিল কেন্দ্রীয় সরকার। যা নিয়ে তীব্র সমালোচনা করেছিল কংগ্রেস। যদিও শেষ পর্যন্ত গান্ধী শান্তি পুরস্কারের অর্থ প্রত্যাখ্যান করে দেয় গীতা প্রেস কর্তৃপক্ষ। এই আবহের মধ্যেই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গীতা প্রেসের শতবার্ষিকী অনুষ্ঠানে গিয়ে সংস্থার ভূয়সী প্রশংসা করার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন দুটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পাশাপাশি যোগী রাজ্যে ১২ হাজার কোটি টাকার প্রকল্পেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোরখপুরে আসার আগে প্রধানমন্ত্রী মোদী ছত্তীসগঢ়েও ৭৬ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন।
আরও পড়ুন – করমণ্ডলকাণ্ডে তিন রেল কর্মচারী গ্রেফতার , অভিযোগ তথ্যপ্রমাণ লোপাটের ,
এদিন গীতা প্রেসের সঙ্গে গান্ধীজির যোগের প্রসঙ্গ তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “গীতা প্রেস বিশ্বের একমাত্র প্রিন্টিং প্রেস, যেটা কেবল একটি সংগঠন নয়, একটা জীবন্ত বিশ্বাস। গীতা প্রেল কেবল একটি প্রিন্টিং প্রেস নয়, কোটি-কোটি মানুষের কাছে মন্দির সমতুল্য। গীতা প্রেসের সঙ্গে মহাত্মা গান্ধীর আবেগ জড়িয়ে রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। এখনও পর্যন্ত গান্ধীজির আদর্শ মেনে গীতা প্রেস কোনও বিজ্ঞাপন দেয় না বলেও উল্লেখ করেছেন তিনি।
(সব খবর, ঠিক খবর প্রত্যেক মুহূর্তে ফলো করুন Fcaebook পেজ এবং Youtube)