উত্তর-পূর্ব ভারতের প্রথম এইমস-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর, ৩টি মেডিক্যাল কলেজের সূচনা অসমে ,বিহু-র উপহার! অসমের গুয়াহাটিতে (Guwahati) সুপার স্পেশালিটি হাসপাতাল এইমস (AIIMS)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১,১২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এটাই অসম তথা সমগ্র উত্তর-পূর্ব ভারতের প্রথম এইমস। তাই এই সুপার স্পেশালিটি হাসপাতালটি উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদেরই উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী। শুধু এইমস নয়, এদিন অসমে ৩টি মেডিক্যাল কলেজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।
এদিন গুয়াহাটি থেকে ১ কোটি ১০ লক্ষ আয়ুষ্মান কার্ড দেওয়ারও সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কার্ডের অধীনে গ্রাহকেরা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন। এইমস, মেডিক্যাল কলেজ সহ আয়ুষ্মান কার্ডের সূচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “দেশের সবাই যেন বাড়ির পাশেই উন্নতমানের চিকিৎসা পান আমরা সেদিকে নজর দিয়ে কাজ করছি।” অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের সর্বত্র এইমস স্থাপনের চেষ্টা করেছিলেন বলেও জানান মোদী।
প্রসঙ্গত, মূলত বিহু অনুষ্ঠানের উদ্বোধনেই এদিন গুয়াহাটি যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সামনে নৃত্য প্রদর্শন করেন ১০ হাজারেরও বেশি শিল্পী। যা গিনেস বুকে রেকর্ড গড়েছে। এদিন অসমে মোট ১৪,৩০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন নমো।
আরও পড়ুন – রাজ্যের বিরোধী দলনেতার ভূয়সী প্রশংসা অমিত শাহর মুখে!
এদিন অসমের নলবাড়ি, নওগাঁও এবং কোকরাঝড়ে ৩টি মেডিক্যাল কলেজের উদ্বোধন করা হয়। ৫০০ শয্যাবিশিষ্ট এই মেডিক্যাল কলেজগুলিতে স্নাতকস্তরে ২৪টি বিভাগ এবং বার্ষিক ১০০ জন এমবিবিএস ছাত্রের পড়ার ব্যবস্থা থাকবে। এদিন গুয়াহাটি থেকে ভার্চুয়ালি ৩টি মেডিক্যাল কলেজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া গুয়াহাটিতে অসম অ্যাডভান্সড হেল্থকেয়ার ইনোভেশন ইনস্টিটিউট (AAHII)-এর শিলান্যাস করেন নরেন্দ্র মোদী। এটির জন্য বরাদ্দ ধরা হয়েছে ৫৪৬ কোটি টাকা। মূলত, চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় উদ্ভাবন এবং উদ্ভাবনে প্রচার করা, সীমান্তবর্তী এলাকায় মেডিসিন সংক্রান্ত বিষয়ক গবেষণা ও উন্নয়ন করাই AAHII-র লক্ষ্য।