রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদি, নবান্নকে প্রস্তুত থাকার নির্দেশ

রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদি, নবান্নকে প্রস্তুত থাকার নির্দেশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদি, নবান্নকে প্রস্তুত থাকার নির্দেশ ,আগামী ২২ মে বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সফর ঘিরে তৎপরতা শুরু করল রাজ্য প্রশাসন। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নবান্নকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

 

 

 

 

 

 

উল্লেখ্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী বছরে দু’‌কোটি চাকরি দেবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ফাঁকা বুলি ছাড়া আর কিছু নয়। শুধু তাই নয় কালো টাকা ফিরিয়ে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাও কার্যকর করা হয়নি।

 

 

 

 

আরও পড়ুন – কয়লা পাচার মামলায় ১৪ দিনের জেল হেফাজত ইসিএলের প্রাক্তন ডিরেক্টর-সহ দুই ‘প্রভাবশালী’র,

 

 

নবান্ন সূত্রের খবর, সরকারি অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী। আগামী ২২ মে তিনি রাজ্যে আসতে পারেন। ওইদিন কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রোজগার মেলায় হাজির থাকতে পারেন নমো। তবে বাংলায় এসে কোনও জনসভা করবেন না বলেই জানা যাচ্ছে। তুবে রাজ্যে বিজেপির ভঙ্গুর সংগঠন নিয়ে তিনি নেতাদের কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। এর আগে গত ডিসেম্বর মাসে কলকাতা-নিউ জলপাইগুড়ি বন্দেভারত উদ্বোধনের জন্য বাংলায় আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু শেষ মুহূর্তে তাঁর মাতৃবিয়োগ হওয়ায় সফর বাতিল করা হয়। বদলে ভার্চুয়ালি তিনি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন।

 

(সব খবর , ঠিক খবর,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top