Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
কর্নাটকে নির্বাচনী প্রচারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

‘পাখির চোখ’ কর্নাটক নির্বাচন, ৬ দিনে ২২টি ব়্যালি করবেন নরেন্দ্র মোদী

‘পাখির চোখ’ কর্নাটক নির্বাচন, ৬ দিনে ২২টি ব়্যালি করবেন নরেন্দ্র মোদী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘পাখির চোখ’ কর্নাটক নির্বাচন, ৬ দিনে ২২টি ব়্যালি করবেন নরেন্দ্র মোদী , ‘পাখির চোখ’ কর্নাটক। ফের কর্নাটকে নির্বাচনী (Karnataka Election) প্রচারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারই বেঙ্গালুরুতে রোড শো করবেন তিনি। শুধু তাই নয়, আগামী ৬ দিনে কর্নাটকে ২২টি ব়্যালি (Rally) করবেন নরেন্দ্র মোদী। যার মধ্যে একদিনে ৩টির বেশি ব়্যালি করবেন তিনি (Narendra Modi)। বিজেপি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আগামী ১০ মে ২২৪টি আসনের কর্নাটক বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা হবে ১৩ মে।

 

 

 

 

 

প্রসঙ্গত, আগামী ১০ মে ২২৪টি আসনের কর্নাটক বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা হবে ১৩ মে। এই নির্বাচনে বিজেপির ইন-চার্জ হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কো-ইনচার্জ হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্যর নাম ঘোষণা করা হয়েছে। আর নির্বাচনী কমিটির প্রধান হিসাবে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

 

 

 

 

বিজেপি সূত্রে খবর, আগামী ২৯ মে দু-দিনের কর্নাটক সফরে যাবেন নরেন্দ্র মোদী। সেদিনই তিনি হুমনাবাদ, বিজয়পুরা, কুদাচি এবং উত্তর বেঙ্গালুরুতে ব়্যালি করবেন। তার পরদিন, ৩০ মে কোলার, চান্নাপাট্টনা এবং বেলুরে ব়্যালি করবেন তিনি। দু-দিনের এই সফর সেরে প্রধানমন্ত্রী দিল্লি ফিরে আসবেন। তারপর ফের ২ মে ফের তিনি কর্নাটক সফরে যাবেন এবং চিত্রদূর্গ, বিজয়নগর, সিন্ধানুর ও কালাবুর্গিতে জনসভা করবেন। ৩ মে মুদাবিদরি, কারওয়ার এবং কিত্তুরে জনসভা করবেন। এরপর আবার ৬ মে চিত্তপুর, নানজানগুড়, তুমাকুরু (গ্রামীণ) এবং দক্ষিণ বেঙ্গালুরুতে সভা করতে পারেন নমো। এছাড়া ৭ মে বাদামি, হাভেরি, শিবামুগা (গ্রামীণ) এবং মধ্য বেঙ্গালুরুতে চারটি ব়্যালি করবেন তিনি।

 

 

আরও পড়ুন – স্কুলকাণ্ডে ধৃত দেব আগ্নেয়াস্ত্র পেলেন কী ভাবে? ভাবাচ্ছে মালদহ পুলিশকে

 

 

 

আসন্ন নির্বাচনে বিজেপি যে কর্নাটক ধরে রাখতে মরিয়া, তা খোদ প্রধানমন্ত্রীর পরপর জনসভা এবং ব়্যালি থেকেই স্পষ্ট। এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক সিনিয়ার কর্মকর্তা বলেন, “বিজেপি কর্ণাটক নির্বাচনে ভালো করার ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী। বিশেষত, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধের ময়দানে নেমেছেন। এটি সম্পূর্ণ ভিন্ন খেলা। প্রচারের শীর্ষে যাওয়ার জন্য আমাদের দলে এর চেয়ে বড় প্রেরণা আর কিছু নেই।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top