Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
ব্যবসায়ীর আড়াই মাসের ছেলেকে বাড়ির কাছ থেকে অপহরণের অভিযোগ।

দিন দুপুরে যুবককে মেরে দুধের শিশুকে কিডন্যাপ দুষ্কৃতীদের

দিন দুপুরে যুবককে মেরে দুধের শিশুকে কিডন্যাপ দুষ্কৃতীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিন দুপুরে যুবককে মেরে দুধের শিশুকে কিডন্যাপ দুষ্কৃতীদের,ব্যবসায়ীর আড়াই মাসের ছেলেকে বাড়ির কাছ থেকে অপহরণের অভিযোগ। পুলিশি তৎপরতায় বৈঁচী থেকে উদ্ধার শিশু। অভিযুক্তদের খোঁজে শুরু তল্লাশি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পাণ্ডুয়ার সারদাপল্লী এলাকায় ব্যবসায়ী মনোরঞ্জন সাহা। তাঁর শিশুকে নিয়ে মঙ্গলবার দুপুরে বাড়ির কাছেই একটি বাইকে চড়িয়ে ঘোরাতে নিয়ে যান এক সুমন নামে ব্যক্তি। তিনি ওই ব্যবসায়ীর কাছেই কাজ করেন।

 

 

 

 

 

পান্ডুয়া থানার পুলিশ জানায়, “একটি শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ধাওয়া করে বৈঁচি থেকে শিশুটিকে উদ্ধার করে। অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। কী উদ্দেশ্যে কেন শিশুটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত চলছে।” কেন একরত্তি শিশুকে অপহরন তা নিয়ে মুখ খুলতে চায়নি ব্যবসায়ীর পরিবার।

 

 

 

অভিযোগ, সেই সময় মুখে রুমাল বাঁধা অবস্থায় দুই দুষ্কৃতী এসে সুমনকে বেধড়ক মারধর করে। এরপর শিশুটিকে ছিনিয়ে নিয়ে বাইকে করে চম্পট দেয়। দ্রুত সুমন খবর দেয় মনোরঞ্জনবাবুর স্ত্রীকে। পান্ডুয়া থানার পুলিশকেও জানান। তড়িঘড়ি পান্ডুয়া থানার পুলিশ চলে আসে ব্যবসায়ীর কম্পিটার সেন্টারে। সেখানে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

 

 

 

এরপর দুপুর দুটো ১০ নাগাদ অপহরণকারীরা মনোরঞ্জন সাহাকে ফোন করে লক্ষাধিক মুক্তিপণ দাবি করে। পুলিশ সেই মোবাইল নম্বর ট্র্যাক করে ও বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করে। এরপর পান্ডুয়া থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বৈঁচির কাছে একটি পেট্রোল পাম্পের সামনে শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায় অপহরনকারীরা। পুলিশ সেখান থেকে শিশুকে উদ্ধার করে নিয়ে এসে পরিবারের হাতে তুলে দেয়।

 

 

 

আরও পড়ুন – এক বাসেই কলকাতা টু ভুটান! জানুন ভাড়া-সময়,

 

 

 

দীর্ঘক্ষণ পর ছেলেকে পেয়ে বুকে আঁকড়ে ধরে কাঁদতে থাকেন মা। স্বস্তি ফেরে পরিবারে। স্থানীয় বাসিন্দা শিব শংকর সাহা বলেন, “দিনে দুপুরে এভাবে অপরনের ঘটনায় আগে শুনিনি। শোনার পর আমরা সকলেই অবাক হয়ে যাই। শিশুটিকে উদ্ধার হয়েছে এটাই ভাল।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top