নিজস্ব সংবাদাদাতা, উত্তর ২৪পরগণা, ১০ অক্টোবর, ২০২০ :ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ ব্যাংকের আর্থিক দুর্নীতির অভিযোগে অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিং কে গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর গোয়েন্দা বিভাগ।
সুত্রের খবর, ব্যাংক থেকে প্রচুর টাকা ঋণ নিয়ে শোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এফআইআর করেন। এরপরেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন বলে জানা গিয়েছে। অবশেষে তাকে গ্রেফতার করা হয়ছে। আজ অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিং কে বারাসাত আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। তবে, অর্জুন সিং এর দাবি, তার ভাইপো নিজেই গতরাতে পুলিশের কাছে তদন্তের স্বার্থে গিয়েছিল। তাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন…আফগানিস্থানের শান্তি রক্ষায় প্রধানমন্ত্রীর সাহায্যে
রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে এবং তার ভাইপো কে ফাসানো হয়েছে।অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের ভাটপাড়া অঞ্চলের আহ্বায়ক সোমনাথ স্যাম অভিযোগ করেছেন, ভাটপাড়া- নৈহাটি সমবায় ব্যাংকের যে ২৫ কোটি টাকা দুর্নীতি হয়েছে তার মধ্যে অর্জুন সিং ও তার ভাইপো জড়িত রয়েছেন।