নিজস্ব সংবাদদাতা ২৯ অক্টোবর ২০২০ মুর্শিদাবাদ :গোপন সূত্রে খবর পেয়ে নিষিদ্ধ মাদক সহ পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃত পাচারকারীদের গ্রেপ্তার করে ২৫লিটার কোডাইন মিক্সচার উদ্ধার করে সামসেরগঞ্জ থানার পুলিস।
পুলিশ সূত্রে খবর অনুযায়ী ,ধৃত পাচারকারীরা হাত বদলের জন্য সামসেরগঞ্জ’র নতুন ডাকবাংলা মোড়ে দাঁড়িয়ে ছিলো ।পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের হাতে নাতে ধরে ফেলে।
আরও পড়ুন…বিজয়ার পরে চা চক্রে দিলীপ ঘোষ
ধৃত পাচারকারী নাম আব্দুস সালাম,ইনসান আলী,সারিউল সেখ, আবু রায়হান ও ওহিদুর রহমান।এরা প্রত্যেকেই মালদা জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায়। ধৃতদের আজ আদালতে তোলা হবে।