৫০ জন বাইক চালকের মাথায় হেলমেট পরিয়ে দিল পুলিশ

৫০ জন বাইক চালকের মাথায় হেলমেট পরিয়ে দিল পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৫০ জন বাইক চালকের মাথায় হেলমেট পরিয়ে দিল পুলিশ। পথ দুর্ঘটনা থেকে মানুষকে রক্ষা করতে রাজ্য সরকারের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ চালু হয়েছে। তারপরেও প্রায়ই দুর্ঘটনা ঘটছে। হেলমেট বিহীন বাইক চালকদের ক্ষেত্রে কখনো কখনো দুর্ঘটনা বড় আকার ধারণ করছে। হেলমেটহীন বাইক চালকদের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে তাদের হাতে হেলমেট তুলে দেওয়া হলো। শনিবার দিনহাটা থানার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫০ জন বাইক চালকের মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয়।

 

হেলমেট পুড়িয়ে দেওয়া ছাড়াও সেই সব বাইক চালকদেরও নানাভাবে পুলিশের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে তারা হেলমেট ছাড়া বাইক চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, দিনহাটা থানার আইসি সুরোজ থাপা, এস আই দেবাশীষ রায়, দীপক রায়, ট্রাফিক ওসি শক্তিপদ অধিকারী প্রমূখ উপস্থিত ছিলেন। হেলমেট পেয়ে খুশি হেলমেটহীন বাইক চালকরা।

 

বিভিন্ন সময় দুর্ঘটনা রোধে হেলমেটহীন বাইক চালকদের সতর্ক করতে অভিযানের পাশাপাশি এদিন প্রথম ধাপে হেলমেট প্রদান করা হয়। হেলমেট ছাড়া যারা বাইক চালাচ্ছিল তাদের থানার সামনে আটকিয়ে মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয়। পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে উপস্থিত আইসি সহ সকলে হেলমেটহীন বাইক চালকদের হেলমেট পরিয়ে দিয়ে তাদেরকে সতর্ক করে দেন। দিনহাটা থানার সামনে বাইক চালকদের অনেকেই এ দিন নতুন হেলমেট পেয়ে স্বাভাবিকভাবেই খুশি হয়ে জানান, ভবিষ্যতে হেলমেট ছাড়া গাড়ি চালাবো না।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর উল্লেখ করেন, বিভিন্ন সময়ে নানাভাবে পথ দুর্ঘটনা ঘটছে। হেলমেটহীন বাইক চালকদের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে রাজ্য সরকারের পক্ষ থেকে ‘ সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির মধ্য দিয়ে নানাভাবে সচেতনতা প্রচার শুরু হয়েছে। তার ফল আমরা পেতেও শুরু করেছি। দিনহাটা থানার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে হেলমেটহীন বাইক চালকদের হেলমেট তুলে দেওয়ার যে কর্মসূচি তা যথেষ্ট সাধুবাদ যোগ্য। যাদের হেলমেট দেওয়া হয় তারা যাতে সকলেই হেলমেট ব্যবহার করে তার জন্য পুর কর্তৃপক্ষ আবেদন জানান।

আইসি সুরোজ থাপা তার বক্তব্যে উল্লেখ করেন, বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে সে ক্ষেত্রে দেখা যাচ্ছে হেলমেটহীন বাইক চালকদের নানাভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। মাথায় হেলমেট থাকলে অন্তত পক্ষে দুর্ঘটনা ঘটলেও মাথা রক্ষা পেলে অন্ততপক্ষে জীবনটা বেঁচে যায়। এদিন যেমন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে হেলমেট দেওয়া হলো তেমনি হেলমেটহীন বাইক চালকদের বিরুদ্ধে নজরদাঁরিও চলবে। যেকোনো সময় দুর্ঘটনা রোধ করতে এবং বাড়িতে পরিবার-পরিজনদের সুস্থ রাখতে সকলকে হেলমেট পড়ে বাইক চালাতে হবে।

আরও পড়ুন – বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢুকতেই পুষ্প বৃষ্টি শুরু

দিনহাটা ট্রাফিক পুলিশের ওসি শক্তিপদ অধিকারী জানান, এ দিন ৫০ জনকে হেলমেট প্রদান করা হয়। আগামীতে এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আরও কিছু বাইক চালককে হেলমেট দেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে এই অনুষ্ঠানকে সাধুবাদ জানান অনেকেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top