শুভেন্দুর নিরাপত্তায় থাকা CRPF-এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি মান্থার

শুভেন্দুর নিরাপত্তায় থাকা CRPF-এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি মান্থার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পুজোর মুখে বড়ো স্বস্তি পেল শুভেন্দুর, তার বিরুদ্ধে করা যাবে না কোনো FIR

শুভেন্দুর নিরাপত্তায় থাকা CRPF-এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি মান্থার, বিরোধী দলনেতার নিরাপত্তায় থাকা কোনও সিআরপিএফ আধিকারিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনা সংক্রান্ত মামলায় বুধবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। শুভেন্দুর কনভয়ের যে চালকের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে, তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলেও জানিয়েছে হাইকোর্ট। এই দুর্ঘটনার মামলায় আগেই রাজ্য পুলিশ একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে আদালতে। তবে আদালতে না জানিয়ে কোনও চূড়ান্ত রিপোর্ট দেওয়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে সিঙ্গল বেঞ্চের তরফে। ১৩ জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

 

 

 

 

 

 

শুভেন্দুর আইনজীবী রাজদীপ মজুমদার আগেই অভিযোগ করেছিলেন, রাজ্য কথা দিয়েও কনভয়ে সঠিক নিরাপত্তার ব্যবস্থা করেনি। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন, প্রথম গাড়িতে বিরোধী দলনেতা ছিলেন। দুর্ঘটনা ঘটে সাত নম্বর গাড়িতে। বিরোধী দলনেতা কনভয়ের নিরাপত্তায় রাজ্য় কী ব্যবস্থা করে, সে ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়েছিলেন বিচারপতি।

 

 

 

 

 

আরও পড়ুন –  খড়্গপুরে দিলীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ কুড়মিদের, বাড়ির গেট ভেঙে ঢুকে পড়ল…

 

 

 

 

 

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে কনভয়ের ধাক্কায় এক যুবকের মৃত্যু ঘিরে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ছিল, শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় পথ দুর্ঘটনা ঘটে। কনভয়ের গাড়ির ধাক্কাতেই শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় কনভয়ের ওই গাড়ির চালক আনন্দকুমার পাণ্ডে চণ্ডীপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। গাড়িটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ। সেই ঘটনার তদন্ত করছে পুলিশ। আপাতত তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ, তবে সেই ঘটনায় কোনও রিপোর্ট দেওয়া যাবে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top