মদ্যপান করে বাইক চালাবেন ভাবছেন? হোলির আগে সাবধান হন, জেনে নিন কারণ .. রাত পোহালেই উৎসব l তার আগে মদ্যপদের বাইক আরোহীদের পাকড়াও করতে তৎপর বালুরঘাট থানার ট্রাফিক পুলিশ (Balurghat Police)। রবিবার রাতে বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালান হয়। যার নেতৃত্বে ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা, বালুরঘাট ট্রাফিক ওসি বৃতিসুন্দর সাহা সহ অন্যান্য আধিকারিকরা। মূলত ব্রেথ এনালাইজার মেশিন দিয়ে মোটর বাইক আরোহীদের অ্যালকোহল ব্রেথ এনালাইজার মেশিন দিয়ে পরীক্ষা করা হচ্ছে। মদ্যপানের ঘটনা সামনে আসলে পরেই সেই মোটর বাইক আরোহীকে জরিমানা করা হচ্ছে। পাশাপাশি লাইসেন্স বাতিল থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশি অভিযানে সন্দেহভাজনকে মোটর বাইক আরোহীদের অ্যালকোহল ব্রেথ এনালাইজার মেশিন দিয়ে টেস্ট করা হয়। যার মধ্যে প্রায় ৫ জন মত মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল তা প্রমাণিত হয়। তাদের জরিমানার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইানুগ ব্যবস্থা নেয় পুলিশ। এর পাশাপাশি যারা হেলমেট ছাড়া বাইক (Bike)চালাচ্ছিলেন তাদের ধরপাকড় করা হয়। মূলত পথ দুর্ঘটনা কমাতেই এমন উদ্যোগ ট্রাফিক পুলিশের (Traffic Police)। দুর্ঘটনা কমাতে আগামী দিনে এমন অভিযান লাগাতার চলবে বলে পুলিশ জানিয়েছে। মদ্যপানের ঘটনা সামনে আসলে পরেই সেই মোটর বাইক আরোহীকে জরিমানা করা হচ্ছে। পাশাপাশি লাইসেন্স বাতিল থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।হোলির মধ্যে পথ দুর্ঘটনা কমাতে আজ ও আগামী দুদিনও জেলা জুড়ে এই অভিযান চালাবে পুলিশ বলে জানা গিয়েছে।
আরও পড়ুন – ‘রয়্যাল বেঙ্গল রহস্য’ ক’টি বাঘের মৃত্যু হয়েছে? এবার কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম…
প্রত্যেক বছর দেখা যায় এই দোল উৎসবের মধ্যে সবথেকে বেশি পথ দুর্ঘটনা ঘটে৷ আর সবথেকে বেশি পথ দুর্ঘটনার শিকার হন মোটর বাইক আরোহীরা। কারণ মদ্যপ অবস্থায় মোটরবাইক চালানোর জন্য এই পথ দুর্ঘটনা ঘটে। তাই এবার হোলির মধ্যে যাতে পথ দুর্ঘটনা কমে তার জন্য আগেভাগেই উদ্যোগী হয়েছে ট্রাফিক পুলিশ। মদ্যপ অবস্থায় যাতে মোটরবাইক আরোহীরা বাইক না চালায় তার জন্য তৎপর রয়েছে জেলা পুলিশ প্রশাসন। রবিবার রাতভর বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের তরফ থেকে বিশেষ অভিযান চালানো হয়।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )