ক্ষমতায় আসার পর থেকে উত্তরবঙ্গকে ঢেলে সাজানোই লক্ষ্য রাজ্য সরকারের। কোভিড পরিস্থিতিতেও উত্তরের জেলাগুলির আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
জেলার দ্বিতীয় পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকেও বিরোধীদের খোঁচা দিয়ে তিনি বলেছেন রাজনীতি মানে শুধু মিথ্যে কথা বলা নয়। রাজনীতি মানে দায়বদ্ধতা। একইসঙ্গে কোভিড পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্য সচেতনতা মেনে কিভাবে সমস্ত উৎসব পালন করা হবে সেই নির্দেশ ও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি বলেছেন, “উত্তরবঙ্গজুড়ে যা কাজ হয়েছে তা কখনও হয়নি।
আরও পড়ুন… আবারও সল্টলেকে শ্লীলতাহানি, প্রতিবাদীকে মার
তবু দুঃখ কেউ কেউ বলে কোনও কাজ হয়নি। যারা একথা বলে তারা শুধু নিজেদের স্বার্থ বোঝে। যারা আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে তারা সবচেয়ে বড় গুন্ডা। হাজারটার মধ্যে একটা ভুল হয়ে গেলেই নৃত্য করবে। টাকা থাকলে মিথ্যে খবর করানো যায়। সোশ্যাল মিডিয়ায় মিথ্যে রটাচ্ছে।