পরী মণিকে (porimoni) নিয়ে আদালতে কি বললেন তাঁর আইনজীবী?

পরী মণিকে (porimoni) নিয়ে আদালতে কি বললেন তাঁর আইনজীবী?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
porimoni
পরী মণিকে (porimoni) নিয়ে আদালতে কি বললেন তাঁর আইনজীবী?
ছবি সংগ্রহে সাইন টিভি

Bangladesh -এর জনপ্রিয় নায়িকা পরী মনিকে (porimoni) নিয়ে আদালতে তাঁর আইনজীবী বললেন তিনি একজন স্বনামধন্য নারী।তাকে ছয় দিন রিমান্ডে রাখার পরও তাঁর কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি জামিন পেতে পারেন বলে জামিনের আবেদনে উল্লেখ করেছেন তাঁর আইনজীবী মজিবুর রহমান।   আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বাংলাদেশের ( Bangladesh ) জনপ্রিয় নায়িকা পরী মণির পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। সেই জামিনের আবেদনের ওপর শুনানির জন্য আগামী বুধবার দিন নির্ধারণ করেছেন বিচারক।     আইনজীবী জামিনের আবেদনে আরও উল্লেখ করে বলেন, ফোর্বস ম্যাগাজিন’ এর ১০০ ডিজিটাল তারকার মধ্যে পরী মণির নাম রয়েছে, যা বাংলাদেশের ( Bangladesh ) চলচ্চিত্রের জন্য গৌরবজনক।

 

আর ও পড়ুন  কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ৩০ বছরের সম্পর্ক ছেদ করলেন সুস্মিতা দেব ( Sushmita Dev )

 

পরী মণি জেলহাজতে আটক থাকলে চলচ্চিত্র অঙ্গনের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বিভিন্ন কোম্পানি ও চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে চুক্তিভঙ্গের সম্ভাবনা রয়েছে। ‘প্রীতিলতা’ নামে সরকারি একটি সিনেমার জন্য ফটোশুট হয়েছে, যাতে তিনি কাজ করবেন। কয়েকটি সিনেমার শুটিংয়ের শিডিউল ভেঙে পড়েছে।  আবেদনে আরও বলা হয়, পরী মণির (porimoni) বিরুদ্ধে সাড়ে ১৮ লিটার মদ ও অন্যান্য মাদক রাখার অভিযোগ করা হয়েছে, যা আসামির দখল থেকে উদ্ধার করা হয়নি। এ ছাড়া, বাংলাদেশের  ( Bangladesh ) নায়িকা পরী মণি প্যানিক অ্যাটাকের রোগী। দীর্ঘ সময় পুলিশ কাস্টডিতে থেকে অমানবিক নির্যাতনের শিকার হয়ে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন।

 

আর ও পড়ুন  Kanyashree দিবসে পাঁচ হাজার টাকায় শিশু কন্যাকে বিক্রি করলো মা!

 

চিকিৎসার স্বার্থে আসামি পরী মণিকে জামিন দেওয়া হোক। ছয় দিন রিমান্ডে রাখার পরও তাঁর কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন হয়নি। পরী মণি (porimoni) একজন স্বনামধন্য নারী। ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি জামিন পেতে পারেন।   জামিন আবেদনে আরও বলা হয়, দ্য আর্মড পুলিশ ব্যাটেলিয়ন অর্ডিন্যান্স ১৯৭৯ এর ৬ এবং ৬ এ ধারা লঙ্ঘন করে পরী মণির বাড়িতে অভিযান চালানো হয়। একটি ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। তাই তিনি জামিন পেতে পারেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top