Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
CBI তদন্তে দাবিতে সল্টলেকে পোস্টার

বিধাননগরের মন্ত্রী সুজিতের অনুপ্রেরণায় কোটিপতি কাউন্সিলররা! CBI তদন্তে দাবিতে সল্টলেকে পোস্টার

বিধাননগরের মন্ত্রী সুজিতের অনুপ্রেরণায় কোটিপতি কাউন্সিলররা! CBI তদন্তে দাবিতে সল্টলেকে পোস্টার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিধাননগরের মন্ত্রী সুজিতের অনুপ্রেরণায় কোটিপতি কাউন্সিলররা! CBI তদন্তে দাবিতে সল্টলেকে পোস্টার , নিয়োগ দুর্নীতিকাণ্ডে শাসকদল তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতানেত্রীর নাম জড়িয়েছে। ইতিমধ্যেই শাসকদলের বেশ কয়েকজন বিধায়ককে গ্রেফতার করেছে ইউি। এবার পঞ্চায়েত ভোটের আগের দিন একটি পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য বিধাননগরে। বিধাননগরের অধিকাংশ কাউন্সিলরদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ এনে সিবিআই তদন্তের দাবি। কাউন্সিলরদের দুর্নীতির ‘মূলমাথা’ হিসেবে বিধাননগের বিধায়ক ও দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) নাম রয়েছে। তাঁর বিরুদ্ধে সরাসরি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ করা হয়েছে। ‘বিধাননগর সচেতন নাগরিকবৃন্দ’র নামেওই পোস্টার দেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

পোস্টারটিকে দাবি করা হয়েছে, কাউন্সিলর প্রবীর সরদার, নির্মল দত্ত, জয়দেব নস্কর ও চামেলী নস্কররের মধ্যে কেউ প্লাম্বার বা কেউ সিভিক ভলান্টিয়ার ছিলেন। তাঁরাই এখন কোটি কোটি টাকার মালিক। বিধাননগরের ৩৫, ৩৬ ও ২৮ নম্বর ওয়ার্ডের অধিকাংশ নির্মাণই অবৈধ। আর ওই ওয়ার্ডের কাউন্সিলররা সরকারি জমিতে অবৈধ বাড়ি নির্মাণ করে ৫০ থেকে ৬০ কোটি টাকার মালিক হয়েছে। পোস্টারে নাম থাকা সকলের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। তবে পোস্টারে নাম থাকা সংগঠনের কোনও হদিশ এখনও পাওয়া যায়নি। পোস্টারটিতে যে কাউন্সিলরদের নাম উল্লেখ করা হয়েছে, এখনও পর্যন্ত তাঁরা এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি

 

 

 

আরও পড়ুন –  পুরীর জগন্নাথ মন্দিরে অনলাইন দর্শনে ডোনেশনের নামে কাঁড়ি কাঁড়ি টাকা নেওয়ার অভিযোগ,..

 

 

 

 

বিধাননগর ও চিংড়িঘাটার সংযোগকারী রাস্তায় শুক্রবার সকালে চোখে পড়ে এই পোস্টার। শুক্রবার সকালে পথচলতি মানুষের চোখে ওই পোস্টার পড়তেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। ওই পোস্টারে লেখা রয়েছে, ‘বিধাননগরের বিধায়ক সুজিত বসুর অনুপ্রেরণায়, বিধাননগরের প্রায় প্রত্যেক কাউন্সিলর আজ ৫০ থেকে ৬০ কোটি টাকার মালিক।’ পোস্টারটিতে সরাসরি বিধাননগরের তিনজন বর্তমান ও প্রাক্তন কাউন্সিলরের নাম উল্লেখ রয়েছে।

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube  )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top