প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ উপভোক্তাদের নিয়ে সচেতনতা শিবির। কেন্দ্রের আবাস যোজনা প্রকল্প নিয়ে বাংলায় দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। বিশেষ করে গরীব মানুষদের বঞ্চিত করে বড়লোকদের নাম তালিকায় উঠিয়ে দেবার মতন ঘটনা ঘটেছে।
মুর্শিদাবাদ জেলার সুতি ১ নম্বর ব্লকের মঙ্গলবার অর্থাৎ ১৭ই জানুয়ারি আবাস যোজনা নিয়ে একটি গ্রামীণ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ উপভোক্তাদের নিয়ে এই সচেতনতা শিবিরের পৌরহিত্য করেন সুতি এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রিয়াজুল হক। তিনি এদিন উপস্থিত উপভোক্তাদের জানান যারা রয়েছেন তাদের প্রত্যেকের নাম রয়েছে আবাস যোজনার চূড়ান্ত তালিকায়।
কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের প্রতিটি গ্রামীণ অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছিল আবাস যোজনার চূড়ান্ত তালিকা পাঠানোর জন্য। ইতিমধ্যে আবাস যোজনার পোর্টালে সেই চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, সুতি ব্লক প্রশাসনের তরফে জানালেন এইচ এম রিয়াজুল হক। এদিন উপস্থিত উপভোক্তাদের তিনি জানান খুব তাড়াতাড়ি কাজ শুরু করা হবে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছেন ৯০দিনের মধ্যে বাড়ি শেষ করতে হবে যদিও এখনো তহবিল এসে পৌঁছায়নি।
আরও পড়ুন – ৭১তম ‘মিস ইউনিভার্স’ বিজয়ী হলেন মার্কিন তরুণী আর’বনি গ্যাব্রিয়েল
তবে অনেকেই অভিযোগ করেছেন গরীব মানুষ হওয়া সত্ত্বেও নাম ওঠেনি তার কারণ ভুয়ো জব কার্ড। একজন মানুষের দুটি জব কার্ডের নাম থাকায় গোলযোগ সৃষ্টি হয়েছে। এখন নতুন করে কারো নাম আবাস যোজনার তালিকায় নথিভুক্ত করা সম্ভব নয় বলেও জানিয়ে দিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক। তবে তিনি তাদের প্রতি বিশ্বাস রাখবার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেন প্রকৃত প্রাপকরা নিশ্চয়ই আবাস যোজনার বাড়ি পাবেন বলেও আশাবাদী সুতি এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।