নিজস্ব সংবাদদাতা ২০ অক্টোবর ২০২০ পশ্চিম বর্ধমান: এদিকে আসন্ন দুর্গাপুজো। তার মাঝেই বিপত্তি। দুর্গাপুরের উখরা পুরানো সন্ন্যাসী কালী মন্দিরের প্রনামি বাস্ক ভেঙ্গে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।
এই মন্দিরে আগে কোনোদিন চুরি হয়নি বলে জানান মন্দিরের পুরোহিত প্রসাদ পান্ডে তিনি জানান,মঙ্গলবার সকালে মন্দির খুলতে এসে দেখেন মন্দিরের প্রনামী বাক্সের তালা ভাঙা। এমনকি সমস্ত টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে বলে জানান। মন্দিরে লাগানো থাকা সিসিটিভির তারও কেটে দেয় চোরের দল বলে ।
আরও পড়ুন…হাতির দাঁত সহ আটক সাত
সঠিক টাকা কত ছিল তা জানেন না পুরোহিত। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় উখরা ফাঁড়ির পুলিশ। পুরো ঘটনা ক্ষতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।