বি গার্ডেনের নিরাপত্তারক্ষীদের গার্ডের তাড়ায় গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন যুবক, উদ্ধার হল দেহ ,বোটানিক্যাল গার্ডেনে গার্ডের তাড়া খেয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন প্রসেনজিৎ মাঝি (Prasenjit Majhi) নামের এক যুবক। রাতভর গঙ্গায় (Ganges) তল্লাশি চালিয়ে অবশেষে উদ্ধার হল তাঁর দেহ (deadbody)। শুক্রবার ভোরে সেই মৃতদেহ উদ্ধার করে রিভার ট্রাফিক ও হাওড়া (Howrah) পুলিশ। দেহ গঙ্গা থেকে তোলার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাত হয়ে যাওয়ায় গঙ্গায় আর ডুবুরি নামানো যায়নি। তবে রিভার ট্রাফিক পুলিশ ও হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশ লঞ্চে তল্লাশি চালান। তারপর শুক্রবার সকাল হতেই জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। তখনই কাদার মধ্যে মেলে প্রসেনজিতের দেহ।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে বোটানিক্যাল গার্ডেনে আড্ডা মারতে গিয়েছিলেন প্রসেনজিৎ। টিকিট না কেটেই ভিতরে ঢুকেছিলেন তাঁরা। এইসময় তাঁদের দেখামাত্রই তাড়া করেন কয়েকজন গার্ড। তা দেখেই দৌড় লাগায় বন্ধুরা। নিজেদের বাঁচাতে এরপর সোজা গঙ্গায় ঝাঁপ দেন তিনজনেই। কিন্তু বাকিরা সাঁতার জানলেও প্রসেনজিৎ এ বিষয়ে একেবারেই অজ্ঞ ছিলেন। তাই বাকিরা কোনওরকমে প্রাণে বেঁচে গেলেও তলিয়ে যান প্রসেনজিৎ।
আরও পড়ুন – চাকরিটা খুব দরকার বলছেন মেধাবী ছাত্রীর মা ,চাকরির পরীক্ষায় রীতিমতো তাক লাগিয়েছেন…
এই ঘটনায় পুরোপুরি গার্ডেন কর্তৃপক্ষের দিকে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা থেকে শুরু করে পাড়াপড়শিরাও। তবে কর্তৃপক্ষ এই ঘটনার কথা অস্বীকার করে জানিয়েছে, গার্ডেনের ভিতর এরকম কোনও ঘটনা ঘটেনি। শিবপুর বি গার্ডেনের এডিশনাল ডিরেক্টর দেবেন্দ্র সিং বলেন গার্ডেনে প্রবেশ করতে গেলে টিকিট লাগে। ভিতরে গঙ্গার পাড় রেলিং দিয়ে ঘেরা রয়েছে। তাই ভিতরে কিছু হয়নি। বাইরে কিছু হলে তিনি বলতে পারবেন না।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )