বাংলা থেকে রাষ্ট্রপতি (President) পুরষ্কার পাচ্ছেন মালদহের প্রধান শিক্ষক

বাংলা থেকে রাষ্ট্রপতি (President) পুরষ্কার পাচ্ছেন মালদহের প্রধান শিক্ষক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
President
বাংলা থেকে রাষ্ট্রপতি (President) পুরষ্কার পাচ্ছেন মালদহের প্রধান শিক্ষক
ছবি সংগ্রহে সাইন টিভি

বাংলা থেকে রাষ্ট্রপতি (President)  পুরষ্কার পাচ্ছেন মালদহের শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী দাস।মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,করোনার মহামারীর সময় এই প্রধান শিক্ষক পড়ুয়াদের পাঠদানের নয়া ডিজিটাল মডেল তৈরি দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছেন।সেজন্য গোটা পশ্চিমবঙ্গ থেকে তিনি একমাত্র রাষ্ট্রপতি (President)  পুরষ্কার পাচ্ছেন।

 

আগামী ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতির (President)  কাছ থেকে পুরষ্কার নেবেন তিনি। এই খবরে জেলা জুড়ে খুশির হওয়া ছড়িয়ে গিয়েছে।সবাই এই প্রধান শিক্ষককে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন।

 

কেন তিনি এই পুরষ্কার পেলেন?
শোভানগর হাইস্কুল সূত্রে জানা গিয়েছে,গত বছর লকডাউন শুরু হবার পর থেকেই পড়ুয়াদের জন্য তিনি চিন্তাগ্রস্ত।তাই সব বাঁধা পেরিয়ে স্কুলের বেশ কিছু শিক্ষকদের নিয়ে তিনি সিংহভাগ পড়ুয়াদের বাড়ি গিয়ে সাক্ষাৎ করেছেন।

 

আর ও পড়ুন  তৃণমূল (tmc) নেতার বন্দুক হাতে ছবি দেখে মনে হচ্ছে তালিবানের ভিডিও, দিলীপ (Dilip)

 

সব পড়ুয়াকে মানসিক দিক দিয়ে চাঙ্গা করতে প্রয়োজনীয় ও নজর উপদেশ দিতেন।শুধু তাই নয়,ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর প্রতিটা বইয়ের কিউ আর কোড তৈরি করেছেন।যার মাধ্যমে পড়ুয়ারা মোবাইল থেকেই সব বইগুলো পড়তে পারবে।কিভাবে বাড়িতে থেকে পড়ুয়ারা পড়াশুনা করতে পারবে তা নিয়ে এই মডেল।

 

স্কুল সূত্রে আরও জানা গিয়েছে,অতীতে তাঁর হাত ধরে স্কুল বহু পুরষ্কার পেয়েছে।২০১৫ সালে নির্মল বিদ্যালয় পুরষ্কার পায়।২০১৮সালে শিশু মিত্র পুরস্কার।২০১৯ যামিনী রায় পুরস্কার ছাড়াও নানা পুরস্কার।

 

রাষ্ট্রপতি (President)  পুরষ্কার প্রাপ্ত শোভানগর স্কুলের প্রধান শিক্ষক বলেন,খুব ভালো লাগছে।এই সন্মান পেয়ে আমি আপ্লুত।পড়ুয়ারা আমার জীবন।তাঁদের জন্য আরও অনেক কিছু করা বাকি রয়েছে।

 

উল্লেখ্য,

জানা গিয়েছে,করোনার মহামারীর সময় এই প্রধান শিক্ষক পড়ুয়াদের পাঠদানের নয়া ডিজিটাল মডেল তৈরি দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছেন।সেজন্য গোটা পশ্চিমবঙ্গ থেকে তিনি একমাত্র রাষ্ট্রপতি (President)  পুরষ্কার পাচ্ছেন।  আগামী ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতির (President)  কাছ থেকে পুরষ্কার নেবেন তিনি। এই খবরে জেলা জুড়ে খুশির হওয়া ছড়িয়ে গিয়েছে।সবাই এই প্রধান শিক্ষককে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন।

 

স্কুল সূত্রে আরও জানা গিয়েছে,অতীতে তাঁর হাত ধরে স্কুল বহু পুরষ্কার পেয়েছে।২০১৫ সালে নির্মল বিদ্যালয় পুরষ্কার পায়।২০১৮সালে শিশু মিত্র পুরস্কার।২০১৯ যামিনী রায় পুরস্কার ছাড়াও নানা পুরস্কার।

RECOMMENDED FOR YOU.....