বেহালার দুর্ঘটনার পর স্কুলে স্কুলে রাস্তা পার করার পাঠ দেবে পর্ষদ,

বেহালার দুর্ঘটনার পর স্কুলে স্কুলে রাস্তা পার করার পাঠ দেবে পর্ষদ,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বেহালার দুর্ঘটনার পর স্কুলে স্কুলে রাস্তা পার করার পাঠ দেবে পর্ষদ, শুক্রবার সকালে স্কুলে যাওয়ার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হয় বেহালার সৌরনীল সরকার। দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়ার মৃত্যুতে দিনভর উত্তপ্ত হয়ে ওঠে বেহালা (Behala) চৌরাস্তা। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। প্রশ্নের মুখে শহর কলকাতার (Kolkata) ট্র্যাফিক সিস্টেম। এবার বেহালা থেকে শিক্ষা নিয়ে স্কুলে স্কুলে রাস্তা পার করার পাঠ দেবে পর্ষদ। প্রাথমিক স্কুলের পড়ুয়াদের শেখানো হবে রাস্তা পার করার পাঠ। কোন সিগন্যালে রাস্তা পার হতে হয়, কখন নয়, পড়ুয়াদের স্কুলেই শেখাবেন শিক্ষকরা। সূত্রের খবর, শীঘ্রই সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক হবে রূপরেখা। ইতিমধ্য়েই প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কোন সিগন্যালে রাস্তা পার হতে হয়, কখন নয়, পড়ুয়াদের স্কুলেই শেখাবেন শিক্ষকরা। সূত্রের খবর, শীঘ্রই সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক হবে রূপরেখা।

 

 

 

 

 

সূত্রের খবর, আগামী সপ্তাহে এ বিষয়ে একটি বৈঠক হতে চলেছে। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মনিটরিং সেলে কে কে থাকবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।

 

 

 

আরও পড়ুন –বেহালার ছাত্রমৃত্যুর ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য, এবার ফুটপাথ দখলমুক্ত করতে ময়দানে একসঙ্গে…

 

 

 

 

 

অন্যদিকে এ ঘটনার পর বেহাল রাস্তায় ট্র্যাফিক পুলিশের সংখ্যাও একরাতে অনেক বেড়ে গিয়েছে। বেড়েছে নজরদারি। এদিকে বেহালায় শিশুমৃত্যুতে টনক নড়েছে কলকাতা পুরনিগমের। কলকতার ফুটপাত দখলমুক্ত করতে মনিটরিং সেল তৈরির সিদ্ধান্ত হয়ে গিয়েছে বলে খবর। কলকাতা পুলিশ ও কলকাতা পৌরসভা যৌথভাবে এই নজরদারি চালাবে বলে জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। যত্রতত্র যাতে হকাররা ফুটপাতের উপর বসে পড়তে না পারেন সে বিষয়ে চলবে নজরদারি। ইতিমধ্যেই এ কলকাতা পুলিশের সিপির সঙ্গে কথা বলেছে মেয়র। তাঁদের আলাপ-আলোচনার মধ্যেই এই মনিটরিং সেল তৈরির কথা উঠে এসেছে বলে খবর।

 

( সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top