মধ্যপ্রদেশের জনসভায় প্রশ্ন মোদীর, ‘ইসলমিক দেশ গুলিতে কেন তিন তালাক নেই?’

মধ্যপ্রদেশের জনসভায় প্রশ্ন মোদীর, ‘ইসলমিক দেশ গুলিতে কেন তিন তালাক নেই?’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মধ্যপ্রদেশের জনসভায় প্রশ্ন মোদীর,’ইসলমিক দেশ গুলিতে কেন তিন তালাক নেই?’ভোটমুখী মধ্যপ্রদেশে নতুন কৌশল নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিন তালাকারে প্রসঙ্গ তুলে ধরে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করলেন।তিন তালাক ইসলামের অবিচ্ছেদ্য অংশ হলেও কেন পাকিস্তানের মতো দেশগুলিতে তিন তালাক নেই,একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সেই প্রশ্নও তুললেন নমো।

 

 

 

 

 

 

বর্তমানে বিভিন্ন সম্প্রদায়ের জন্য আলাদা আলাদ নিয়ম কতটা যুক্তিযুক্ত,তা ভেবে দেখার সময় এসেছে বলে জানান।নাম না করে কংগ্রেসকে নিশানা করতেও ছাড়েন নি নমো।তাঁর মতে, যারা তিন তালাককে সমর্থন করছে,তারা তুষ্টির ভোটব্যাঙ্কের রাজনীতি করছে বলে অভিযোগ করেন।

এতে মুসলিম সম্প্রদায়ের মহিলাদের প্রতি অবিচার করা হচ্ছে বলে মনে করছেন।তিন তালাকের ভয়াবহতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে এতে শুধু মহিলারা নন,পুরো পরিবারই ক্ষতির শিকার হচ্ছে।এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী।সেই সঙ্গে মধ্যপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে এখন থেকেই দলীয় কর্মীদের ঝাপিয়ে পড়ার নির্দেশ দেন।

 

 

 

 

তাঁর মতে,বুথস্তরে সংগঠন আরও শক্তিশালী করা উচিত।তিনি বলেন,ঠাণ্ডা ঘরে বসে থাকার দল বিজেপি নয়।কর্মীদের ময়দানে নেমে পরিশ্রম করার উপর জোর দেন। মানুষের সেবায় প্রতিটি বিজেপি কর্মীকে লক্ষ্য স্থির করার পরামর্শ দেন নমো।

 

 

যদিও এখনও পর্যন্ত এ ব্যাপারে কেন্দ্রের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।তবে,ভোপালের মঞ্চ থেকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রধানমন্ত্রীর এই সওয়াল, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য,অনেক আগে থেকেই অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করে আসছিল প্রধানমন্ত্রীর দল বিজেপি।

 

 

 

 

বিবাহবিচ্ছেদ থেকে শুরু করে সম্পত্তির অধিকার নিয়ে দেশের সমস্ত সম্প্রদায়ের জন্য একই আইন চালু করার দাবি জানিয়ে আসছিল তারা।অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল একটি মামলাও।এ ব্যাপারে সংসদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানিয়েছিল শীর্ষ আদালত।

 

 

আরও পড়ুন –   বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজের সাতজন অধ্যাপক ভোটের ১১ দিন আগে অন্য ডিউটি…

 

 

মঙ্গলবার মধ্যপ্রদেশে ভোপালে বন্দে ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।এরপর একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেন।দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিন তালাক কেন পাকিস্তান,বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার দেশগুলিতে নেই,তা নিয়ে প্রশ্ন তোলেন।সেই সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে ব্যাট ধরেন নমো।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top