আফগানিস্তানে পাক বিরোধী মিছিলে ( Procession ) গুলি চালালো তালিবানরা

আফগানিস্তানে পাক বিরোধী মিছিলে ( Procession ) গুলি চালালো তালিবানরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Procession

 

আফগানিস্তানের মাটিতে  পাকিস্তানের বিরুদ্ধে  ক্ষোভ ( Procession ) ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে আফগানিস্তানের  পঞ্জশিরে পাক বায়ুসেনা ড্রোন হামলা চালিয়েছে। এই ঘটনা সামনে আসার পর  ক্ষোভ বেড়েছে। মঙ্গলবার সকালে কাবুলের  পথে নামল হাজার হাজার আফগান। এমনকী মহিলারাও। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান, ‘‌আইএসআই নিপাত যাক’‌। সেই মিছিল ( Procession ) ভেস্তে দিতে শূন্যে গুলি ছুড়ল তালিবান।

 

জানা গিয়েছে, কাবুলে প্রেসিডেন্টের প্রাসাদের সামনে জড়ো ( Procession ) হল হাজার হাজার মহিলা সহ আফগানরা। সকলের পরনে বোরখা। মুখে নিকাব। গলায় পাকিস্তান বিরোধী স্লোগান। সেখানে মিছিল লক্ষ্য করে গুলি ছোড়ে তালিবান।

 

আর ও পড়ুন    নিয়া শর্মার এই সাহসী ( Bold ) পোশাক ও নাকের নত ভক্তদের হৃদয় কেড়ে নিয়েছে !

গত সপ্তাহ থেকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই প্রধান কাবুলের সিরিন হোটেলে রয়েছেন। প্রেসিডেন্টের প্রাসাদ থেকে সেই হোটেল পর্যন্ত মিছিল করেন আফগানরা। সকলের মুখে স্লোগান, ‘‌আজাদি আজাদি’‌, ‘‌আইএসআই নিপাত যাক’‌, ‘‌পাকিস্তান নিপাত যাক’‌। আফগান মহিলারা  জোর গলায় বলছেন, ‘‌পঞ্জশিরে হামলার অধিকার কারও নেই। পাকিস্তানেরও না। তালিবানেরও না।’‌

উল্লেখ্য, আজ থেকে  ২০ বছর আগে আফগানিস্তান থেকে তালিবানকে প্রায় মুছে দিয়েছিল মার্কিন সেনা। সেই থেকে অভিযোগ, তালিবানদের গোপনে র মদত জুগিয়ে যাচ্ছে পাকিস্তান। টাকা, অস্ত্র জুগিয়েছে। তালিবান পাকিস্তানকে ‘‌দ্বিতীয় ঘর’‌ বলেছে।

 

ওদিকে পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদ স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তান বহু বছর ধরে তালিবান নেতাদের আশ্রয় দিয়েছে। তারা পাকিস্তানে খাদ্য, বাসস্থান, শিক্ষা পেয়েছে। ফলে এই পরিস্থিতিতে আফগানিস্তানে সংকট ক্রমশ ঘণীভূত হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top