নিজস্ব সংবাদদাতা ,দক্ষিণ ২৪পরগণা, ১৪ অক্টোবর, ২০২০: সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে কাঁকড়া, কুমির ও বাঘের হামলায় প্রাণ গিয়েছে বহু মৎসজীবীর। আজ সেই সকল মৎসজীবীদের বিধবা স্ত্রীরা সরকারী ভাতা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখিয়েছেন।
সুত্রের খবর, দিনের পর দিন সুন্দরবনের নদী, খাঁড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘ, কুমিরের হামলায় প্রান হারিয়েছেন বহু মানুষ। বিধবা হয়েছেন তাদের স্ত্রীরা। কিন্তু সরকারী সাহায্য তাঁরা পাচ্ছেন না। আর সেই কারনে সরকারী সাহায্যের দাবিতে বাঘে কুমিরে আক্রান্ত বিধবারা সরকারী প্রকল্পের ঘর, বিধবা ভাতা সহ বেশ কিছু দাবি নিয়ে গোসাবা বিডিও অফিসে ডেপুটেশান জমা দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন…এবার মুর্শিদাবাদে স্থায়িকরণের দাবিতে অনশন কর্মসূচী অস্থায়ী কর্মচারীদের
তাদের দাবি মানা না হলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।