হাওড়ায় বিক্ষোভ । গেজেট মেনে সমস্ত সিট আপডেট করে টেট পাস ট্রেন্ডদের চাকরিতে নিয়োগ করতে হবে। এই দাবিতে মঙ্গলবার দুপুরে হাওড়ার জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান আপার প্রাইমারিতে টেট পাস ট্রেন্ড চাকুরি প্রার্থীরা। তাদের অভিযোগ, ৯ বছর পার হয়ে গেছে অথচ তাদের নিয়োগ নিয়ে টালবাহানা করা হচ্ছে। এর আগে আপার প্রাইমারিতে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেটা আদালতের নির্দেশে বাতিল করে দেওয়া হয়। আদালত জানিয়েছিল ২০২১ সালের ৩১ জুলাই এর মধ্যে সব নিয়োগ সম্পূর্ণ করতে হবে।
কিন্তু তারপরেও তাদের নিয়োগ নিয়ে টালবাহানা করা হচ্ছে। এর প্রতিবাদেই তারা আন্দোলন শুরু করেছেন। যদি তাদের অবিলম্বে চাকরিতে নিয়োগ করা না হয় তাহলে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। দেবারতি চট্টোপাধ্যায় নামের এক আন্দোলনকারী বলেন, “আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকুরি প্রার্থী। আমাদের একটাই দাবি কমিশন ২০১৬ সালে যে গেজেট তৈরি করেছিল সেখানে ৮এর ৩বি’তে বলা হয়েছিল ইন্টারভিউয়ের ১৫ দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ করতে হবে। তাই আমাদের দাবি গেজেট মেনে সব সিট আপডেট করে টেট পাস ট্রেন্ডদের নিয়োগ করতে হবে।
আরও পড়ুন – নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ জীবিত নেই
ইতিপূর্বে আমরা দেখেছি আপার প্রাইমারিতে মেধা তালিকা বেরিয়েছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশে তা বাতিল করে দেওয়া হয়েছিল। এরপর নির্দেশ দেওয়া হয়েছিল ২০২১ এর ৩১ জুলাইয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু প্রায় ৯ বছর ধরে আমরা দেখছি নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা টালবাহানা চলছে। আর কতদিন আমরা রাস্তায় বসে আন্দোলন করব ? তাহলে কি বিএড পড়ে টেট পরীক্ষায় উত্তীর্ণ করা আমাদের কাছে বড় অপরাধ হয়ে গেল ? এরজন্য একমাত্র দায়ী কমিশন।”
উল্লেখ্য, হাওড়ায় বিক্ষোভ । গেজেট মেনে সমস্ত সিট আপডেট করে টেট পাস ট্রেন্ডদের চাকরিতে নিয়োগ করতে হবে। এই দাবিতে মঙ্গলবার দুপুরে হাওড়ার জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান আপার প্রাইমারিতে টেট পাস ট্রেন্ড চাকুরি প্রার্থীরা। তাদের অভিযোগ, ৯ বছর পার হয়ে গেছে অথচ তাদের নিয়োগ নিয়ে টালবাহানা করা হচ্ছে। এর আগে আপার প্রাইমারিতে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেটা আদালতের নির্দেশে বাতিল করে দেওয়া হয়। আদালত জানিয়েছিল ২০২১ সালের ৩১ জুলাই এর মধ্যে সব নিয়োগ সম্পূর্ণ করতে হবে।