নিজস্ব সংবাদদাতা,নতুনদিল্লি, ১২ই অক্টোবর, ২০২০ঃ ইউএনইপি, ইউএন ডব্লুটিও , এফইই, আইইউসিএন-এর মত সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত আন্তর্জাতিক বিচারকমন্ডলী ভারতের ৫টি রাজ্যে ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের আটটি সমুদ্র সৈকত “ব্লু ফ্ল্যাগ”-এর স্বীকৃতি দিয়েছে, যা দেশের জন্য গৌরবের এক মুহূর্ত।
এই সমুদ্র সৈকতগুলি হল, গুজরাটের দ্বারকার শিবরাজপুর, দিউ-এর ঘোঘলা, কর্ণাটকের কাসারকোড় ও পাড়ুবিদরি, কেরলের কাপ্পাড়, অন্ধ্রপ্রদেশের রুশিকোন্ডা, ওডিশার পুরির গোল্ডেন এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাধানগর। আন্তর্জাতিক বিচারক মন্ডলী, উপকুল অঞ্চলের দূষণ নিয়ন্ত্রণের জন্য “আন্তর্জাতিক সেরা উদ্যোগ”-এর তৃতীয় পুরষ্কার ভারতকে দিয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, একবারেই আটটি সমুদ্র সৈকতের ‘ব্লু ফ্ল্যাগ’–এর খেতাব পাওয়া, এর আগে কোন দেশ পায়নি। এক ট্যুইট বার্তায় শ্রী জাভড়েকর বলেছেন, সংরক্ষণ ও স্থিতিশীল উন্নয়নের জন্য ভারতের প্রয়াস আন্তর্জাতিক স্বীকৃতি পেল। এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে ভারতই প্রথম দেশ যে মাত্র দুই বছরে এই স্বীকৃতি পেল।
আরও পড়ুন…অস্থায়ী শিক্ষক কর্মীদের স্থায়ী করার দাবিতে অনশন কর্মসূচি
এর ফলে বিশ্বের ৫০টি ব্লু ফ্ল্যাগ দেশের মধ্যে ভারত জায়গা করে নিয়েছে। পরবর্তী ৫ বছরে আরো ১০০টি সমুদ্র সৈকত যাতে এই শিরোপা অর্জন করতে পারে সেই লক্ষ্যে পরিকল্পনা করা হচ্ছে।