নিউজ ডেস্ক, ৭ অক্টোবর, ২০২০ :নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আর রাস্তা জুরে বিক্ষোভ করা যাবে না শাহিনবাগে । সুপ্রিমকোর্ট এমনটাই নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, শাহিনবাগের আন্দোলনকারীদের সরানোর দাবি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে ।এর পরেই সুপ্রিম কোর্ট জানিয়েছে, সর্বসাধারণের ব্যবহারের জায়গা বা পাবলিক প্লেস অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না। প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ হয় । সেই প্রতিবাদে মুল ছিল শাহিনবাগ । প্রতিবাদকারীরা অধিকাংশই মহিলা । রাতের পর রাত শীতের মধ্যেও অবস্থানে ছিলেন তাঁরা ।
আরও পড়ুন…রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে দুঃসাহসিক চুরি
শাহিনবাগের মতো জায়গা দীর্ঘদিন আটকে থাকলেও কোনওভাবেই সরানো যায়নি প্রতিবাদকারীদের ।শাহিনবাগের আন্দোলনকারীদের সরানোর দাবি জানিয়ে আবেদন হয় সুপ্রিম কোর্টে ।