দিঘায় ঘুরতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু কলকাতার পর্যটকের, দিঘায় ঘুরতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death at Digha) কলকাতার পর্যটকের। নিউ দিঘার এক হোটেলের তিন তলা থেকে নীচে পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃত যুবকের নাম অর্পণ মিত্র। শুক্রবার রাত প্রায় ১০ টা নাগাদ হোটেলের বিল্ডিংয়ের থেকে নীচে পড়ে যান বছর ৫১-র অর্পণ। রক্তে ভেসে যায় হোটেলের পাশে ওই জায়গাটি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই পর্যটকের বাড়ি কলকাতার পাটুলি থানার অন্তর্গত বৈষ্ণবঘাটা এলাকায়। কীভাবে ওই মাঝবয়সি ব্যক্তির মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই দিঘায় ঘুরতে গিয়ে ঝাড়খণ্ডের এক পর্যটক সমুদ্রে তলিয়ে গিয়েছিল। সেটি অবশ্য হয়েছিল ওল্ড দিঘায়। সেই ঘটনার পর আজ আবার হোটেলে এক কলকাতার পর্যটকের অস্বাভাবিক মৃত্যু। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পরিজনদের মধ্যে। ঘুরতে গিয়ে এমন পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা।
আরও পড়ুন- বিপাকে ‘আদিপুরুষ’, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হিন্দু সেনা,
গোটা ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছে দিঘা মোহনা উপকূল থানার পুলিশ। পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলাও রুজু করা হয়েছে। ওই ব্যক্তি পরিবারের সঙ্গে দিঘায় ঘুরতে এসেছিলেন। নিউ দিঘার এক হোটেলে উঠেছিলেন তাঁরা। এরপরই গতকাল রাতে এই অনভিপ্রেত ঘটনা ঘটে যায়। অর্পণবাবুর ছেলে অর্ক মিত্রই তাঁকে নিয়ে হাসপাতালে ছোটে। তাঁর মুখ, নাক, কান দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছিল। হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যু হয় তাঁর। কীভাবে হঠাৎ হোটেলের তিন তলা থেকে তিনি পড়ে গেলেন, সেই নিয়ে স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না পরিবারের লোকেরাও। দিঘা মোহনা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের লোকজন ও হোটেলের লোকজনদের সঙ্গে কথা বলে বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করছে পুলিশ।